X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ধর্ষণের অভিযোগ করা নারীসহ সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ২০:৪০আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২২:৪২

ধর্ষণের অভিযোগ এনে করা মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় অভিযোগকারী নারী ও তার সহযোগী সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী সাবেক এক ইউপি সদস্য। সেই মামলায় ওই নারী ও সাবেক ইউপি চেয়ারম্যান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

সোমবার (২১ নভেম্বর) কুড়িগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অম্লান কুসুম জিষ্ণু এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ২০১৭ সালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন বল্লভেরখাস ইউনিয়নের মিলি বেগম নামে এক নারী ওই ইউনিয়নের ইউপি সদস্য মাহাতাব উদ্দিন এবং আজিবর রহমান নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ডাক্তারি প্রতিবেদন ও সাক্ষ্য-প্রমাণে মামলাটি মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হওয়ায় দীর্ঘ ৪৮ মাস শেষে ২০২২ সালের মার্চ মাসে আদালত অভিযুক্ত সাবেক ইউপি সদস্যসহ দুই অভিযুক্তকে মামলা হতে অব্যাহতি দেন। 

পরে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য মাহতাব উদ্দিন বাদী হয়ে মিলি বেগম এবং মামলায় মিলিকে সহায়তা করা একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৭ (১) ধারা অনুযায়ী মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে মামলা করেন।

সাবেক ইউপি সদস্য মাহাতাব উদ্দিন মিলি বেগম ও সাবেক ইউপি চেয়ারম্যান আকমল হোসেনের বিরুদ্ধে মামলা করলে আদালত অভিযোগ তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দেন। ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আসামিরা আগাম জামিনের জন্য উচ্চ আদালতে গেলে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। পরে সোমবার আসামিরা কুড়িগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী সাবেক ইউপি সদস্য মাহাতাব উদ্দিন বলেন, ‘আকমল হোসেন চেয়ারম্যান থাকাকালে তার দুর্নীতি নিয়ে বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছিলাম। এজন্য তিনি আমার ও আমার  নির্বাচনি কর্মীর বিরুদ্ধে মিলি বেগমকে দিয়ে ধর্ষণের মিথ্যা মামলা করান। আমরা কোনও অপরাধ না করেও তাদের মামলার কারণে মানসিক, সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এজন্য তাদের বিরুদ্ধে একই আদালতে একই আইনে মামলা করেছি।’

বাদী পক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, নারীদের সুরক্ষার জন্যই নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু ওই আইনের অপব্যবহার করে মিথ্যা মমলা করলে, অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। মিলি বেগম ও আকমল চেয়ারম্যান নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপব্যবহার করে মিথ্যা মামলা করেছেন, যা একই আদালতে প্রমাণিত হয়েছে। 

বাদী পক্ষের আইনজীবী ইশরাত হাসানের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আহসান হাবিব নীলু। আর আসামি পক্ষে আইনজীবী ছিলেন সিদ্দিকুর রহমানসহ কয়েকজন।

/টিটি/
সম্পর্কিত
শহীদকন্যাকে ধর্ষণ মামলার পলাতক সেই আসামি গ্রেফতার
বনশ্রীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহকর্তা গ্রেফতার
জয়পুরহাটে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
১৮ বছরে প্রথমবার ম্যানইউর মাঠে জিতলো ওয়েস্ট হ্যাম
১৮ বছরে প্রথমবার ম্যানইউর মাঠে জিতলো ওয়েস্ট হ্যাম
সিমেন্টবোঝাই ট্রাক উল্টে সড়কে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
সিমেন্টবোঝাই ট্রাক উল্টে সড়কে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখল বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখল বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
শহীদকন্যাকে ধর্ষণ মামলার পলাতক সেই আসামি গ্রেফতার
শহীদকন্যাকে ধর্ষণ মামলার পলাতক সেই আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো