X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিমেন্টের পিলার ‌‘ম্যাগনেটিক’ বলে প্রতারণা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ২৩:০২আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২৩:০২

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ম্যাগনেটিক পিলারের নামে সিমেন্টের তৈরি সীমানা পিলার দিয়ে প্রতারণার অভিযোগে বেলি বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে সিমেন্টের সীমানা পিলার, খেলনা পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার সন্ধ্যায় ওই নারীকে গ্রেফতারের পর রবিবার (২৭ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কচাকাটা থানার ওসি গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত বেলি বেগম কচাকাটার সতিপুর গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, চট্টগ্রামে পোশাক কারখানায় চাকরির সুবাদে ওই এলাকার আলী আশরাফের সঙ্গে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সতিপুর এলাকার আপেলের পরিচয় হয়। আপেল কুড়িগ্রামে নিজ বাড়িতে এসে মুঠোফোনে আলী আশরাফকে জানান তার মামি বেলি বেগমের কাছে ম্যাগনেটিক সীমানা পিলার আছে। যার মূল্য কয়েক লাখ টাকা। পিলারটি আলী আশরাফের কাছে বিক্রির কথা বলে তাকে কুড়িগ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন আপেল। 

এরপর কালো টেপ দিয়ে মোড়ানো সিমেন্টের পিলার দেখিয়ে সেটি ম্যাগনেটিক দাবি করে আলী আশরাফের কাছে টাকা দাবি করেন আপেল ও বেলি বেগমসহ কয়েকজন। এটি কিনতে আলী আশরাফ অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে খেলনা পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দিয়ে মারপিট করেন। সেইসঙ্গে আলী আশরাফ অপহরণ করতে এসেছেন বলে ওই নারী চিৎকার করেন। এ সময় আলী দৌড়ে পাশের একটি ধানক্ষেতে লুকিয়ে পড়েন। 

স্থানীয়রা তাকে ধরলে ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশের সহায়তা চান। পরে স্থানীয়রা খবর দিলে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। একইসঙ্গে আলীর অভিযোগের ভিত্তিতে ওই নারীকে গ্রেফতার করে এবং উল্লেখিত আলামত উদ্ধার করে পুলিশ। ঘটনার পর আপেল ও তার সঙ্গীরা পালিয়ে যান।

ওসি গোলাম মর্তুজা বলেন, ভুক্তভোগীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রতারণার অভিযোগে বেলি বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএম/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!