X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সংঘর্ষ থেকে বাবাকে বাঁচাতে গিয়ে এইচএসসি পরীক্ষার্থী মেয়ে নিহত

দিনাজপুর প্রতিনিধি 
০৪ ডিসেম্বর ২০২২, ২২:৫৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ২২:৫৯

দিনাজপুরের বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে লাগা সংঘর্ষে বাবাকে বাঁচাতে গিয়ে এইচএসসি পরীক্ষার্থী মেয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। 

রবিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের দিস্তাপড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত এইচএসসি পরীক্ষার্থীর নাম আঁখি আকতার (২০)। তিনি উপজেলার ভোগনগর ইউনিয়নের দিস্তাপড়া গ্রামের আকতারুল ইসলামের মেয়ে। তিনি এবার বীরগঞ্জ সরকারি কলেজ সরকারি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছিলেন।

সংঘর্ষ ও নিহতের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করেছে। আটকরা হলেন- রশিদা বেগম, সাবিনা আকতার, শাকিল হোসেন, মিস্টার ও রুবেল। তাদেরকে বীরগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আকতারুল ইসলাম, রিয়াজুল ইসলাম ও তাদের খালাত বোন রোকেয়া বেগমের সাত শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। এই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। রবিবার দুপুরে সেই জমির দখল নিতে যান রোকেয়া বেগম। এ সময় অপরপক্ষের লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত হন আঁখি আক্তার। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আঁখির।

নিহতের খালাতো ভাই জাহিদ হাসান জানান, ওই জমিতে রবিবার দুপুরে রিয়াজুল ইসলাম মামলা চলা অবস্থায় ঘর তুলতে যায়। এ সময় রোকেয়া বেগমের লোকজন গিয়ে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে আঁখির বাবা আকতারুল ইসলাম আহত হন। পরীক্ষা দিয়ে বাসায় ফিরেই বাবা আহত হওয়ার খবর শুনে দৌড়ে ঘটনাস্থলে যায়। এ সময় প্রতিপক্ষরা পেছন দিক থেকে তার মাথায় আঘাত করে।

তিনি আরও জানান, এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আকতারুল ইসলাম ও শামিউল ইসলাম নামে দুজন আহত হয়ে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
 
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেলো একজনের
গাজীপুরে ইমাম হত্যা: চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২১, নতুন কর্মসূচি ঘোষণা
হবিগঞ্জে গরু খড় খাওয়ায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১৫
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আ.লীগের বিচারের আগে কোনও নির্বাচন জনগণ মেনে নেবে না: চরমোনাই পীর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব