X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা, ৯ বছরেও শুরু হয়নি মামলার সাক্ষ্যগ্রহণ

তৈয়ব আলী সরকার, নীলফামারী
১৪ ডিসেম্বর ২০২২, ২৩:৫৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২৩:৫৫

নীলফামারীতে ২০১৩ সালে সাবেক সংস্কৃতিমন্ত্রী ও বর্তমান সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ৯ বছর পার হতে চলছে। এ ঘটনায় করা মামলার সাক্ষ্যগ্রহণ এখনও শুরু হয়নি।

ওই হামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় নীলফামারী সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীকে প্রধান আসামি ও ১৪ জনের নাম উল্লেখসহ প্রায় দেড় হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০১৫ সালের ১১ মার্চ ২০৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সদর থানার উপপরিদর্শক মো. মোস্তাফিজার রহমান। মামলাটি জেলা জজ আদালতে বিচারাধীন। তবে এখনও সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি।

নিহতদের স্বজনরা বলেছেন, আলোচিত ওই হত্যার ঘটনার ৯ বছর পেরিয়ে গেলেও মামলার তেমন অগ্রগতি নেই। আসামিরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আজও শুরু হয়নি বিচারকাজ।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত নীলফামারীর বিভিন্ন স্থান পরিদর্শন শেষে শহরে ফিরছিলেন আসাদুজ্জামান নূর। রামগঞ্জ হাট এলাকায় তার গাড়িবহরে হামলা চালান বিএনপি-জামায়াতের কর্মীরা। এ সময় আসাদুজ্জামান নূর রক্ষা পান। কিন্তু আওয়ামী লীগের চার নেতাকর্মী নিহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। রাশেদ চৌধুরী নামে নিহত এক ব্যক্তির আত্মীয় আরও একটি মামলা করেন। দুটি মামলা একসঙ্গে তদন্ত করে পুলিশ। ঘটনার পর বিভিন্ন সময়ে বিএনপি-জামায়াতের ৬০ নেতাকর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে অনেকে জামিন পান।

নিহতরা হলেন সদরের টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুবলীগ নেতা ফরহাদ হোসেন শাহ ও তার ছোট ভাই মুরাদ হোসেন শাহ ও আওয়ামী লীগ কর্মী লিটন হোসেন লেবু।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম শাহ বলেন, ‌‘প্রতি বছর আমরা শোকসভা পালন করি। প্রতিবাদ ও বিচারের দাবি জানাই। কিন্তু বিচার কবে হবে তা জানি না।’ 

হামলার ঘটনায় মামলা করা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বর্তমানে চট্টগ্রামে পিবিআইতে কর্মরত। এ বিষয়ে মুঠোফোনে তিনি বলেন, ‘২০১৩ সালের ১৪ ডিসেম্বর আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে হত্যা করেছিল জামায়াত-বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় মামলা হয়েছিল। তদন্ত শেষে ২০১৫ সালের ১১ মার্চ ২০৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলাটি জেলা জজ আদালতে বিচারাধীন। তবে এখনও শুরু হয়নি সাক্ষ্যগ্রহণ।’

মামলার বিচারকাজের বিষয়ে জানতে চাইলে নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় বলেন, ‘মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে চার্জ গঠনের অপেক্ষায় নয় বছর ধরে আছে। ২০১৭ সালের ৩০ মে মামলাটি জেলা ও দায়রা জজ আদালত থেকে এই আদালতে আসে। আদালতের বিচারক দীর্ঘদিন অসুস্থ থাকায় বিচারকাজের তেমন অগ্রগতি হয়নি। বর্তমানে সমস্যা কেটে গেছে। আগামী বছরের চার জানুয়ারি মামলার শুনানি হওয়ার তারিখ ধার্য করা হয়েছে।’

এদিকে, বিচার দাবিতে বুধবার বিকালে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে সদরের টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগ। এর আগে নিহতদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শোকসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা একরামূল হক শাহ। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান ও টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

মামলার বিচারকাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে একরামূল হক শাহ বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বছরের পর বছর বিচারের আশায় আদালতের দিকে তাকিয়ে আছি। দ্রুত বিচারকাজ শেষ করার দাবি জানাই।’

/এএম/
সম্পর্কিত
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা