X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘অপহরণের শিকার’ মেয়েকে ফিরে পেতে চান বাবা-মা

দিনাজপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২২, ১৯:০২আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৯:০২

প্রায় এক মাস আগে ‘অপহরণের শিকার’ হয়েছে স্কুলছাত্রী ঈষা সরকার (১৬)। বাবা-মা জানেন না মেয়ে কোথায় আছে, কেমন আছে। এ ঘটনায় মামলা করলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ঈশার বাবা-মায়ের।

এ নিয়ে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে মেয়েকে ফিরে পেতে বাবা-মা ও পরিবারের লোকজন দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈষা সরকারের বাবা প্রদীপ কুমার সরকার। তিনি বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিস্তইড় গ্রামের বাসিন্দা। ঈষা সরকার বিরল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রদীপ কুমার সরকার বলেন, ‘ঈষাকে স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উক্ত্যক্ত করতো উপজেলার দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের রেয়াজুল ইসলামের ছেলে আলফাজ ওরফে আকাশ (২২)। তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ২৭ নভেম্বর সকাল ১০টার দিকে স্কুলের বড় মাঠের শহীদ মিনারের সামনের রাস্তা থেকে ঈষাকে মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায় আলফাজ। তাকে অপহরণে সহযোগিতা করেছেন আলফাজের বাবা রেয়াজুল ইসলাম, তার আত্মীয় জাহাঙ্গীর আলম এবং আরমান হোসেন।’

তিনি বলেন, ‘ঘটনার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মেয়ের মোবাইলে যোগাযোগ করে বন্ধ পাই। পরে বিরল থানায় জিডি করি। ঘটনার ছয় দিনেও মেয়েকে না পেয়ে ওই চার জনকে আসামি করে মামলা করেছি। মামলার পরও মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আমি মেয়েকে ফেরত চাই।’ 

পুলিশ আমার মেয়েকে উদ্ধারে কার্যকর ভূমিকা রাখছে না অভিযোগ করে প্রদীপ কুমার সরকার বলেন, ‘মামলায় চার জনকে আসামি করলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এবং মেয়েকে উদ্ধার করা হয়নি। পুলিশের এমন কার্যক্রমে আমি হতাশ। তাই অপহরণের শিকার মেয়েকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’ সংবাদ সম্মেলনে ঈষা সরকারের মা দিপ্তী সরকার, মামা পলাশ চন্দ্র দাস ও বাঁধন সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) বিধান চন্দ্র বর্মন বলেন, ‘মামলা হওয়ার পর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় স্কুলছাত্রী ও অপহরণকারীর অবস্থান শনাক্তের চেষ্টা করছি। তারা দ্রুত অবস্থান পরিবর্তন করায় এবং মোবাইল বন্ধ রাখায় অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। আমরা ঈষাকে উদ্ধারের সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি।’

/এএম/
সম্পর্কিত
ফরিদপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ