X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

উত্তরে জেঁকে বসেছে শীত

দিনাজপুর ও হলি প্রতিনিধি 
২৩ ডিসেম্বর ২০২২, ২১:০০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ২১:২১

দেশের উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে। কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনাজপুরে দুপুর ১টার দিকে সূর্য দেখা গেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে এই জেলার তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, এভাবেই তাপমাত্রা কমে কয়েক দিনের মধ্যে শৈত্যপ্রবাহ আসবে।

দিনাজপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখো গেছে, আজ সকাল থেকেই চারপাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। বেলা বাড়লেও কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে সকালে যে পরিমাণ কুয়াশা ছিল তা ধীরে ধীরে কমতে থাকে।

বেলা বাড়লেও কায়াশার কারণে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে

এদিকে হাকিমপুর উপজেলার হিলিতে শীতের কারণে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। শীতে জ্বর-সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

দিনমজুর মঞ্জরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মানুষের দোকানে কাজ করি। কিন্তু কয়েক দিন ধরে খুব ঠান্ডা পড়েছে। এতে কাজে যেতে পারছি না। যে পরিমাণ কুয়াশা ঝরছে, তাতে আমাদের মতো গরিব মানুষ কাজে যেতে না পেরে বিপদে পড়েছে।’

 দুপুর গড়ালেও সূর্যের দেখা মিলছে না

পথচারী লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই দিন ধরে ঠান্ডা বেড়েছে। এতে আমার মতো বয়স্ক মানুষের চলাচল মুশকিল হয়ে পড়েছে। ঠান্ডার কারণে জ্বর-সর্দি-কাশিসহ নানা অসুখে ধরছে।’

চানাচুর বিক্রেতা ইউসুফ হোসেন বলেন, ‘আমি সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে চানাচুর বিক্রি করি। কিন্তু গত কয়েক দিন ধরে বেশ ঠান্ডা পড়ছে। সেই সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এ কারণে সাইকেল চালিয়ে চলাচল করতে খুব সমস্যা হচ্ছে। এছাড়া ঠান্ডার কারণে গ্রামগঞ্জে ঘুরছি, কিন্তু মানুষ আগের মতো বাইরে বের না হওয়ায় বিক্রি কমে গেছে।’

তীব্র শীতে বেড়েছে ভোগান্তি

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। বুধবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দিনাজপুর

জেলার আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, তাপমাত্রা কমে যাচ্ছে। এই মাসেই শৈত্যপ্রবাহ বয়ে যাবে, এমন পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিশ্যামলীতে ৬ ঘণ্টা ধরে অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
শাহবাগে গণজমায়েত: যান চলাচল বন্ধে ভোগান্তি
সর্বশেষ খবর
আহত শাবনূর
আহত শাবনূর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষামূলক ই-কার সেবা চালু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষামূলক ই-কার সেবা চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সরকারি চাল আত্মসাতের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতার কারাদণ্ড
সরকারি চাল আত্মসাতের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতার কারাদণ্ড
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি