X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘জামায়াত কর্মী’ সন্দেহে আ.লীগের সাবেক প্রচার সম্পাদক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২২, ১৮:৪৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৯:০১

রাজধানীর পল্টনের বায়তুল মোকাররম এলাকা থেকে ‌‘জামায়াত কর্মী’ সন্দেহে আটক তিন ব্যক্তির মধ্যে একজনের নাম আব্দুল মোতালেব। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং একই উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আব্দুল মোতালেব বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে রয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া আটকের ছবি দেখে তাকে চিহ্নিত করেছেন তারই বড় ভাই বেরুবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। আব্দুল মোতালেব আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই আব্দুল মান্নান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান।

দলীয় কর্মসূচিতে আব্দুল মোতালেব

আব্দুল মান্নান বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নেওয়ার জন্য মোতালেব ঢাকায় গিয়েছিলেন। তখন থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে বের হলে পুলিশ তাকে আটক করে।’

মোতালেবের জামায়াত সংশ্লিষ্টতার প্রশ্নে আব্দুল মান্নান বলেন, ‘এটি একেবারেই অসম্ভব। সে ছোটবেলা থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমাদের পুরো পরিবারের কেউ জামায়াত সংশ্লিষ্ট নয়। আমাদের বাবা প্রয়াত মতিয়ার রহমান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ১৯৭১ সালে আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। ১৯৭৪ সালে আমার বাবা বল্লবেরখাস ইউনিয়নে রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি বেরুবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমার ভাই মোতালেব উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। সে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার জামায়াত সংশ্লিষ্টতার প্রশ্নই আসে না।’

আরও পড়ুন: পল্টনে সরকারবিরোধী মিছিল, আটক ৩

ভাইয়ের মুক্তি দাবি করে এই স্কুলশিক্ষক বলেন, ‘পুলিশের অবশ্যই ভুল হয়েছে। অবিলম্বে আমার ভাইকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিনের সঙ্গে মোতালেব

নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান বলেন, ‘মোতালেবের আটকের বিষয়টি গণমাধ্যমে ছবি দেখে নিশ্চিত হয়েছি। এটা দুঃখজনক। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। আমাদের বর্তমান উপজেলা কমিটির তিনি ১৭ নম্বর সদস্য। আমরা তার মুক্তির দাবি জানাই।’

ঢাকায় পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের বরাত দিয়ে মোস্তফা জামান বলেন, ‘তারা বলেছেন এখনও তাকে থানায় নেওয়া হয়নি। থানায় নেওয়ার পর তারা বিষয়টি দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

দলীয় কর্মসূচিতে আব্দুল মোতালেব

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘মোতালেব উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক। তাকে কেন পুলিশ আটক করেছে, তা বুঝতে পারছি না। অবিলম্বে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানাই।’

/এএম/
সম্পর্কিত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া