X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণের দাবি হাজারও বেকারের

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৩, ০৫:৩৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:৩৬

ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজার হাজার বেকার তরুণ-তরুণী। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে শহরের কলেজ মোড়ে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন ন্যাশনাল সর্ভিস প্রকল্পে চাকরি শেষে বর্তমানে বেকারত্ব নিয়ে জীবনযাপন করা তরুণ-তরুণীরা।

এ সময় জেলা শহরের সদর থানা মোড় থেকে কলেজ মোড় হয়ে পোস্ট অফিসের সামনে পর্যন্ত প্রায় আধা কিলোমিটারজুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া তাহমিনা বেগম বলেন, ‘আমাদের জীবন ব্যাঙের মতো। বেকারত্ব নামক কুয়া থেকে তুলে আবারও কুয়ায় ফেলে দেওয়া হয়েছে। ন্যাশনাল সার্ভিস ছিল আমাদের ভাতের থালা। দুই বছর পর সেই থালা কেড়ে নেওয়া হয়েছে। আমাদের জীবন এখন দুর্বিষহ। এর থেকে পরিত্রাণ পেতে আমরা ন্যাশনাল সার্ভিস জাতীয়করণ চাই।’

আরেক বেকার তরুণ মাঈদুল ইসলাম বলেন, ‘এই সরকারের নির্বাচনি ইশতেহার ছিল ঘরে ঘরে চাকরি। সেটা বাস্তবায়িত হয়নি। এখন আমরা বেকারত্বের অবসান চাই। ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ চাই।’

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে আসা আসাদুজ্জামান বলেন, ‘ন্যাশনাল সার্ভিসে কাজ করতে গিয়ে আমি সরকারি চাকরির বয়স হারিয়েছি। সরকার যেহেতু ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সে অনুযায়ী আমি ভেবেছিলাম ন্যাশনাল সার্ভিস প্রকল্পটি স্থায়ীকরণ হবে। কিন্তু দুই বছর যখন শেষ হয়ে গেল, তখন আবারও বেকার হয়ে গেলাম। এ অবস্থায় দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমি চাই ন্যাশনাল সার্ভিস স্থায়ীকরণ করা হোক।’

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কে এম রমজান আলী, সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম ও নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান রাজু প্রমুখ।

কুড়িগ্রাম জেলায় দুই বছর মেয়াদে ন্যাশনাল সার্ভিস প্রকল্পে প্রায় ৩৮ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়। পরে সরকার প্রকল্পটি বন্ধ করে দিলে এসব কর্মী আবারও বেকার হয়ে পড়েন।

/এএম/এনএআর/
সম্পর্কিত
শাহবাগ ছাড় আর কোথাও ব্লকেড নয়: হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বশেষ খবর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা, আহত ৪
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলা, আহত ৪
শাহবাগ ছাড় আর কোথাও ব্লকেড নয়: হাসনাত
শাহবাগ ছাড় আর কোথাও ব্লকেড নয়: হাসনাত
রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন
রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ