X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফেসবুক পোস্ট নিয়ে হিন্দুপাড়ায় হামলা-অগ্নিসংযোগ, সেই যুবকের ১১ বছর কারাদণ্ড

রংপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৬

রংপুরের পীরগঞ্জে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এক যুবককে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবদুল মজিদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবক (২১) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি। পরে পুলিশ পাহারায় তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ওই যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ২০২১ সালের ১৭ অক্টোবর পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর হিন্দু জেলেপল্লিতে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় আগুনে ৩৯টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় পরে পৃথক চারটি মামলা করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরেকটি মামলা করা হয়। বিভিন্ন সময়ে চার মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এসব মামলার মোট আসামি ১৫০ জন। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই যুবককে আসামি করে মামলা করেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। ঘটনার পরদিন জয়পুরহাট থেকে তাকে গ্রেফতার করে রংপুর জেলা পুলিশ। এর পরদিন ১৯ অক্টোবর পীরগঞ্জ আদালতে দেওয়া জবানবন্দিতে ফেসবুকে পোস্ট দেওয়ার দায় স্বীকার করেন ওই যুবক।

২১ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আসামিকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১) ধারায় এক বছর, ৩১(১) ধারায় পাঁচ বছর, ২৫(২) ধারায় দুই বছর এবং ২৮ (২) ধারায় তিন বছরসহ ১১ বছরের কারাদণ্ড দেন বিচারক।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার বলেন, ‌‘ফেসবুকে ধর্ম অবমাননার বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামিকে ডিজিটাল নিরাপত্তা আইনের চারটি ধারায় কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে সব সাজা একসঙ্গে চলায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে। এই রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।’

তবে আসামিপক্ষের আইনজীবী শামীম আল মামুন বলেন, ‘আদালতে আমরা ন্যায়বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।’

/এএম/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
গোবর ফেলা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, বড় ভাই নিহত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’