X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শতাধিক বাড়িঘর

হিলি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৭

দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুরের বিভিন্ন এলাকায় হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক বাড়িঘর। উড়ে গেছে টিনের ছাউনি ভেঙে গেছে বেশ কিছু গাছপালা। এতে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে এসব এলাকায়।

রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এই তিন উপজেলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে শুকনো খাবার, টিন ও নগদ অর্থ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে খাবারের ব্যবস্থা করেন দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো মধ্যে বিরামপুর উপজেলার দিওড় এলাকার বাঁশবাড়িয়া আশ্রয়ণসহ ২৮টি, নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ও গোলাপগঞ্জ এলাকার শতাধিক এবং হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আশ্রয়ণের ঘরে থাকা মমতা বেগম বলেন, ‘এলাকায় কদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে ঘরের মধ্যে বসে আছি। হঠাৎ করে প্রবল বেগে ঝড় শুরু হয়। ঝড়ে আমার ঘরের টিন উড়ে যায়। বারান্দার টিনগুলো উড়ে পাশের ঘরের ওপর গিয়ে পড়ে।’

সাইদুল নামের একজন বলেন, ‘সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো। পরিবারের কয়েকজন নিয়ে ঘরের ভেতরে অবস্থান করছিলাম। হঠাৎ করে বাইরে ঝড় শুরু হয়। কিছুক্ষণ পর কিছু বুঝে ওঠার আগেই আমার ঘরের চালাগুলো উড়ে যায়।’

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও রবিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন এ ধারা অব্যাহত থাকবে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম বলেন, ‘দুপুরে বৃষ্টির মধ্যে বিরামপুর উপজেলার আশ্রয়ণের চারটিসহ বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বেশ কিছু গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করে শুকনো খাবার, এক বান্ডিল টিন ও নগদ অর্থ দেওয়ার ঘোষণা করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ভারত থেকে এসেছে কচুরমুখি
হাঁসে-মানুষে বিরল বন্ধুত্ব
হিলিতে খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে ৫ টন চাল জব্দ
সর্বশেষ খবর
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
গরুর হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী
গরুর হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী
আ.লীগ নিষিদ্ধে জনগণ যদি-কিন্তু শুনতে চায় না: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগ নিষিদ্ধে জনগণ যদি-কিন্তু শুনতে চায় না: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: সারজিস আলম
আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: সারজিস আলম
সর্বাধিক পঠিত
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া