X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘আপনারা ভোটকেন্দ্রে আসবেন, বাকি দায়িত্ব আমাদের’

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ মে ২০২৪, ১৭:২১আপডেট : ২০ মে ২০২৪, ১৭:২৫

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রার্থীদের কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতি ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘আপনারা ভোটকেন্দ্রে আসবেন, বাকি দায়িত্ব আমাদের। ইতোমধ্যে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পথে ঘাটে প্রচুর ম্যাজিস্ট্রেট কাজ করছেন। ভোটের দিনে কেন্দ্রে কেউ কোনও গোলযোগ সৃষ্টি করলে সে ব্যবস্থাও আমাদের আছে।’

রবিবার (১৯ মে) গভীর রাত পর্যন্ত আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারের শেষ সময়ে সদর উপজেলার রুহিয়া বাজার, ঢোলারহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত হয়ে স্থানীয় ভোটারদের প্রতি এই আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘বালিয়াডাঙ্গী ও হরিপুরে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধে দুজনকে মোবাইল কোর্টে জেল দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে হতে যাওয়া নির্বাচন সুষ্ঠু করতে এখানে আমাদের প্রস্তুতি আরও শক্ত। সুতরাং, আপনারা আমাদের সহযোগিতা করেন ভোট দিয়ে। আর কেউ যদি বাঁকা চিন্তা করেন, তাহলে তাদের প্রতি পরামর্শ সেই চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে ফেলুন।’

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য দুই উপজেলায় ৩৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা কাজ করবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। জাল ভোট বা যেকোনও বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে তা কঠোর হস্তে দমন করা হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন কর্মকর্তা মন্জুরুল হাসান, জেলা আনসার কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আসাদুজ্জামান প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
মুখোমুখি অবস্থানে মার্কোস-দুতার্তেফিলিপাইনে মধ্যবর্তী নির্বাচনের ভোট চলছে
কেউ যেন আর ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি