X
বুধবার, ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২

‘আপনারা ভোটকেন্দ্রে আসবেন, বাকি দায়িত্ব আমাদের’

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ মে ২০২৪, ১৭:২১আপডেট : ২০ মে ২০২৪, ১৭:২৫

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রার্থীদের কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতি ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘আপনারা ভোটকেন্দ্রে আসবেন, বাকি দায়িত্ব আমাদের। ইতোমধ্যে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পথে ঘাটে প্রচুর ম্যাজিস্ট্রেট কাজ করছেন। ভোটের দিনে কেন্দ্রে কেউ কোনও গোলযোগ সৃষ্টি করলে সে ব্যবস্থাও আমাদের আছে।’

রবিবার (১৯ মে) গভীর রাত পর্যন্ত আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারের শেষ সময়ে সদর উপজেলার রুহিয়া বাজার, ঢোলারহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত হয়ে স্থানীয় ভোটারদের প্রতি এই আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘বালিয়াডাঙ্গী ও হরিপুরে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধে দুজনকে মোবাইল কোর্টে জেল দেওয়া হয়েছিল। দ্বিতীয় ধাপে হতে যাওয়া নির্বাচন সুষ্ঠু করতে এখানে আমাদের প্রস্তুতি আরও শক্ত। সুতরাং, আপনারা আমাদের সহযোগিতা করেন ভোট দিয়ে। আর কেউ যদি বাঁকা চিন্তা করেন, তাহলে তাদের প্রতি পরামর্শ সেই চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে ফেলুন।’

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য দুই উপজেলায় ৩৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এ ছাড়াও র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা কাজ করবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। জাল ভোট বা যেকোনও বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে তা কঠোর হস্তে দমন করা হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন কর্মকর্তা মন্জুরুল হাসান, জেলা আনসার কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আসাদুজ্জামান প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
পাবলিক আইপি না পাওয়ায় আটকে আছে জাপানে ভোটার হালনাগাদ
আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার: বাস্তবায়ন হবে তো?
অনিয়ম হলে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফেরত চায় ইসি
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে আগ্রহী বেইজিং: চীনা প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে আগ্রহী বেইজিং: চীনা প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাতে ঢাকায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাতে ঢাকায় এনসিপির মশাল মিছিল
বাংলাদেশে ক্রিকেট খেলতে হলে সমালোচনা সহ্য করতেই হবে: সালাউদ্দিন
বাংলাদেশে ক্রিকেট খেলতে হলে সমালোচনা সহ্য করতেই হবে: সালাউদ্দিন
কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
গোপালগঞ্জে একসঙ্গে পাঁচ দলের বিক্ষোভ ও সমাবেশ
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
র‍্যান্ডম পদ্ধতিতে ১৫ হাজারের বেশি আয়কর রিটার্ন অডিটে নির্বাচন করেছে এনবিআর
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
পুলিশ সুপারের কার্যালয়ে ‘আশ্রয় নিয়েছেন’ এনসিপি নেতারা
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লো এনসিপি
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত
এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত