X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

হিলিতে খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে ৫ টন চাল জব্দ

হিলি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, ১১:১৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১১:১৮

দিনাজপুরের হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে বিক্রির সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএসের প্রায় সাড়ে ৫ টন চাল জব্দ করেছে প্রশাসন। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে হিলির আলিহাট ইউনিয়নের মনশাপুর বাজারের পাশে একটি ধানভাঙা মিল থেকে এই চালগুলো জব্দ করা হয়। জব্দকৃত চাল বর্তমানে উপজেলা খাদ্যগুদামে রাখা হয়েছে।

আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল ইমরান বলেন, গত বৃহস্পতিবার ও শনিবার ইউনিয়ন পরিষদে খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএসের আওতায় ডিলার কর্তৃক ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয় করা হয়েছে উপকারভোগীদের মাঝে। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে চাল বাইরে নেওয়ার কোনও অপশন নেই। আমরা যখন চাল বিতরণ করি আমাদের ইউনিয়ন পরিষদের গেট রয়েছে সেই গেট দিয়ে একজন করে ভেতরে ঢুকে চাল তুলে নিয়ে আসে উপকারভোগীরা। পরে এইখানে ধানভাঙা মিলের ভেতরে এতগুলো চাল মজুত আছে যা খুব দুঃখজনক বিষয়। আমরা চাচ্ছি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএসের বেশ কিছু চাল একটি মিলে মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ ও খাদ্য বিভাগের লোকজনসহ সেই মিলে অভিযান চালানো হয়। এ সময় মিলের ভেতরে মজুত করা অবস্থায় ১৮০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। যার ওজন ৫ হাজার ৪০০ কেজি। সেই সঙ্গে সেখানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০৪টি খালি বস্তা পাওয়া যায়।

তিনি আরও বলেন, এ বিষয়ে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মামলা হলে এই চালের মালিক, কে বা কারা এর সঙ্গে জড়িত সেটি পুলিশ খুঁজে বের করবে বলে জানিয়েছেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
হিলিতে কমপ্লিট শাটডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
স্থলবন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ, আটকা পণ্যবাহী ট্রাক, বিপাকে ব্যবসায়ীরা
ভারতে ঢুকে পড়া কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি