X
শনিবার, ২৪ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকা‌রি বই চুরির মামলা: একাডেমিক সুপারভাইজার গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১৮:০২আপডেট : ২৩ মে ২০২৫, ২০:৩৪

কুড়িগ্রামের রৌমারীতে মাধ‌্যমিক স্ত‌রের বই চুরির মামলায় উপ‌জেলা একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপু‌রে ‌নিজ কার্যালয় থে‌কে তাকে গ্রেফতার করা হয়। প‌রে ওই দিন সন্ধ‌্যার পর তা‌কে শেরপুর নি‌য়ে যায় সং‌শ্লিষ্ট থানা পু‌লিশ।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গ্রেফতার মোক্তার হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি রৌমারী উপজেলা একাডেমিক সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।

ওসি লুৎফর রহমান বলেন, ‘শেরপুর সদর থানায় দায়ের বই চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা এসে আমাদের থানা পুলিশের সহযোগিতায় একাডেমিক সুপারভাইজারকে গ্রেফতার করা হয়। পরে তারা তা‌কে শেরপু‌রে নি‌য়ে গে‌ছে।’

এর আগে, চল‌তি বছর ২২ জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলায় ট্রাকভর্তি বই জব্দ করে পুলিশ। সেখানে ২০২৫ সালে সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দকৃত মাধ্যমিক পর্যায়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের ৯ হাজার ৬৭০টি বই পাওয়া যায়। বইগুলো রৌমারী থেকে নিয়ে যাওয়া হয়ে‌ছিল বলে জানায় পুলিশ। প‌রে তদ‌ন্তে সত‌্যতা পায় পু‌লিশ ও স্থানীয় প্রশাসন।

বই উদ্ধারের ঘটনায় শেরপুর থানা পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক সজল মিয়া এবং বই পাচারের সঙ্গে থাকা মাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৩ জানুয়া‌রি রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক (পিয়ন) জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। ২৪ জানুয়ারি শেরপুর আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে বই পাচারে জড়িত থাকার কথা জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

আদালতে দেওয়া জবানবন্দিতে জামাল উদ্দিন জানান, রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনের নির্দেশে গোডাউন খুলে ট্রাকে বই তোলা হয়েছিল।

শেরপুর থানা পুলিশ, মামলার তদন্ত কর্মকর্তা ও আদালত সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন জবানবন্দিতে বই পাচারে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেছেন। এর মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন এবং মাইদুল ইসলাম রয়েছেন বলে জানিয়েছেন। এ ছাড়া পুলিশের প্রাথমিক তদন্তে ঢাকার মাতুয়াইলে অবস্থিত রেজা প্রিন্টিং প্রেসের ম্যানেজার পদে কর্মরত মনির নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। মনির এবং মাইদুলের বাড়ি রৌমারীতে।

/কেএইচটি/
সম্পর্কিত
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু: পুলিশ বলছে চুরি, পরিবারের দাবি হত্যা
খালেদা-তারেককে ‘হয়রানি’: দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চার জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে চান্দগাঁও থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪০
সর্বশেষ খবর
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: তিন আসামি দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: তিন আসামি দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে
আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম
আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম
হায়দরাবাদের কাছে হেরে শীর্ষে ওঠা হলো না বেঙ্গালুরুর
হায়দরাবাদের কাছে হেরে শীর্ষে ওঠা হলো না বেঙ্গালুরুর
রিশাদের তিন উইকেট, ফাইনালে লাহোর
রিশাদের তিন উইকেট, ফাইনালে লাহোর
সর্বাধিক পঠিত
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
বিমানবন্দরে বেবিচকের নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক
বিমানবন্দরে বেবিচকের নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক
গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর
গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর
যুক্তরাষ্ট্র থেকে এসে বিমানবন্দরে নামা মাত্রই আ.লীগ নেতা গ্রেফতার, দাবি স্ত্রীর
যুক্তরাষ্ট্র থেকে এসে বিমানবন্দরে নামা মাত্রই আ.লীগ নেতা গ্রেফতার, দাবি স্ত্রীর