X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

সিলেটের সব রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা

সিলেট প্রতিনিধি
০২ নভেম্বর ২০২১, ২২:২৪আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২২:২৪

বুধবার (৩ নভেম্বর) থেকে অর্নিদিষ্টকালের জন্য সিলেটের সব রেস্টুরেন্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিলেট ক্যাটারার্স ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধকালে এ ঘোষণা দেন তারা। নগরের কয়েকটি রেস্টুরেন্ট সিলগালা এবং দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা।

বিকাল ৫টার দিকে নগরের জিন্দাবাজার পয়েন্টে শুরু হওয়া এই অবরোধ ঘণ্টাব্যাপী চলে। এতে আশেপাশের সড়কগুলোতে যানজট লেগে যায়। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে সন্ধ্যা ৬টায় সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা।

সিলেট ক্যাটারার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত দেব বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের কারণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক লকডাউন শুরু হলে দীর্ঘদিন রেস্টুরেন্টগুলো বন্ধ ছিল। লকডাউন পরবর্তী সময়ে এখনও রেস্টুরেন্ট ব্যবসা ঘুরে দাঁড়াতে পারেনি। এর মধ্যে রয়েছে ভ্যাট ও ট্যাক্সের বোঝা। কঠিন সময়ে রেস্টুরেন্ট ব্যবসা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন অভিযানের নামে রেস্টুরেন্ট মালিকদের হয়রানি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অভিযান বন্ধ করা, সিলগালা করা রেস্টুরেন্ট খুলে দেওয়া এবং আটক কর্মচারীদের মুক্তির দাবিতে বুধবার থেকে সিলেটের সব রেস্টুরেন্ট বন্ধ থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলতে থাকবে। এ ছাড়া বুধবার সকালে রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা শহীদ মিনারে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাবেন।’

জানা যায়, মঙ্গলবার দুপুরে নগরীর জিন্দাবাজারের ভোজনবাড়ি, পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করে ম্যানেজার ও সুপারভাইজারকে আটক করে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

/এমএএ/
সম্পর্কিত
মে দিবসে বন্ধ রাজধানীর বেশিরভাগ হোটেল-রেস্তোরাঁ
ট্রেড লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি: রেস্তোরাঁ মালিক সমিতি
রুফটপসহ নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল
সর্বশেষ খবর
সচিবালয়, যমুনা ও এর আশপাশে সভা-সমাবেশ নিয়ে আবারও ডিএমপির গণবিজ্ঞপ্তি
সচিবালয়, যমুনা ও এর আশপাশে সভা-সমাবেশ নিয়ে আবারও ডিএমপির গণবিজ্ঞপ্তি
মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলশিক্ষার্থীকে হত্যা
মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলশিক্ষার্থীকে হত্যা
ভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভেবে দেখবে
মার্কো রুবিও’র সঙ্গে ইসহাক দারের ফোনালাপভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভেবে দেখবে
আবারও শ্রম ভবনের সামনে বিক্ষোভ করবেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
আবারও শ্রম ভবনের সামনে বিক্ষোভ করবেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ