X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ধর্ষণের ২ মামলায় ও ধর্ষণ চেষ্টায় ৫ আসামির যাবজ্জীবন 

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ১৬:৪১আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৬:৪১

সুনামগঞ্জে দুটি ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১২টায় আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো বিশ্বম্ভরপুর উপজেলার মল্লিকপুর গ্রামের আনোয়ার হোসেন খোকন, তাহিরপুর উপজেলার সাহিদাবাদ গ্রামের শফি উল্লাহ, ছাইদুর রহমান ও শফিউল, ছাতক উপজেলার মোহনপুর গ্রামের ইকবাল হোসেন। 

এছাড়া আদালত চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামি চালক শহীদ মিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের আগস্ট মাসে বিশ্বম্ভরপুর দীগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী বাড়ি ফেরার সময় আনোয়ার হোসেন তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে তাহিরপুর উপজেলার লাউরেরগড় এলাকায় ধর্ষণ করে। পরে আনোয়ারকে বেঁধে রেখে সাহিদাবাদ গ্রামের শফি উল্লাহ, ছাইদুর রহমান ও শফিউল ওই তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ভিডিও ধারলে করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ১১ জনকে আসামি করে তাহিরপুর থানায় মামলা দায়ের করে। পরে আদালত চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চার জনকে খালাস দেন। বাকি তিন আসামির নাম তদন্তে প্রমাণিত না হওয়ায় পুলিশের অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।

এছাড়া ২০১২ সালের ১৭ মার্চ ছাতক উপজেলার মাহনপুর গ্রামের ১৩ বছরের কিশোরীকে রাতে ইকবাল ও জয়নাল আবেদীন অপহরণ করে সিলেটে নিয়ে যায়। সেখানে আসামি ইকবাল হোসেন মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতনের শিকার কিশোরীর চাচা চমক আলী বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি ইকবাল হোসেনকে যাবজ্জীবন ও জয়নাল আবেদীনকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। 

অন্যদিকে দিরাই পৌর এলাকার তরুণী সিলেটের লামাকাজীর বোন জামাইয়ের বাড়ি থেকে পাবলিক বাসে করে দিরাই আসার সময় চালক শহিদ মিয়া তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই তরুণী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দিরাইয়ে সুশীল সমাজ রাজপথে আন্দোলন করেন। ওই মামলায় বাস চালককে ৫ বছরের কারাদণ্ড ও কন্ডাক্টর রশিদ আহমদকে খালাস দেন আদালত। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নান্টু রায় বলেন, আদালতে বাদী পক্ষ ন্যায়বিচার পেয়েছেন। তবে আসামি পক্ষের আইনজীবী আব্দুল খালেকের দাবি, তার মক্কেলরা ন্যায়বিচার পাননি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।

/টিটি/
সম্পর্কিত
বৈদেশিক মুদ্রা ডাকাতি: একজন কারাগারে, রিমান্ডে ৫  
‘ভাইরাল আলভি’সহ গ্রেফতার ৪ জন কারাগারে
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন কারাগারে
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন