X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের ৭ পর্যটনকেন্দ্র ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২৪, ১৭:১৯আপডেট : ২৩ জুন ২০২৪, ১৭:১৯

উজানের ঢল না আসায় ও গত কয়েকদিন খুব বেশি বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। এতে তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর, যাদুকাটানদী, শিমুলবাগান, নীলাদ্রিলেক, নীলাদ্রি ঝরণা, লালঘাট ঝরনাসহ সাতটি পর্যটনকেন্দ্রে পর্যটকদের জন্য দেওয়া বিধিনিষেধ তুলে নিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৩ জুন) বিকাল ৩টায় তাহিরপুর ইউএনওর ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে বন্যা পরিস্থিতির জন্য পর্যটকদের আগমন নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন জানান, বন্যা পরিস্থিতির উন্নতি ও স্বাভাবিক অবস্থা বিরাজ করায় পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। এখনও অতি নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন দুর্ভোগে। তাদের বাড়িঘর থেকে পানি ধীরে নামায় অনেকেই আশ্রয়কেন্দ্রে রয়েছেন। সুনামগঞ্জ শহরের বিভিন্ন জায়গা থেকে নেমেছে পানি। বানের পানিতে দীর্ঘ দিন তলিয়ে থাকা ঘর সংস্কারের টাকা না থাকায় অনেক বানভাসি মানুষ ঘরে ফিরতে পারছেন না।

বানভাসিরা জানান, বন্যার কারণে তাদের আয়রোজগার নেই। ঝোড়ো বাতাসে বিধ্বস্ত ঘরবাড়ি। তাই পানি নেমে গেলেও ঘরে ফিরতে পারছেন না। সদর উপজেলার পাঠানবাড়ি মাইজবাড়ি এলাকার শতাধিক বসতঘরের মধ্যে ৩০টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। নিম্ন আয়ের শ্রমজীবীরা ঘর সংস্কারের জন্য সরকারি ঢেউটিন ও আর্থিক সহায়তা না পাওয়ায় বসত ঘরে ফিরে যেতে পারছেন না। এটি শুধু পাঠানবাড়ি এলাকার মানুষের কথা নয়, জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাতক দোয়ারাবাজার, সদর, বিশ্বম্ভরপুর,শান্তিগঞ্জ পুরো জেলার নিম্নাঞ্চলের বন্যার্ত মানুষের কথা।

এদিকে জেলার পাঁচটি পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, অনুকূল আবহাওয়া ও উজানে বৃষ্টি না হওয়ায় দ্রুত পানি নেমে যাচ্ছে। অতি নিম্নাঞ্চলের বাসিন্দারা বন্যার পানি নিরাপদ স্তর মেনে ঘরবাড়ি তৈরি করেননি, তাই তাদের ঘরবাড়ির পানি সরে যেতে দেরি হচ্ছে। আগামী ২/৩ দিনের মধ্যে অতি নিম্নাঞ্চলের পানিও নেমে যাবে।

/এফআর/
সম্পর্কিত
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইউনান প্রদেশের গভর্নরের বৈঠকবাংলাদেশের পর্যটনের উন্নয়নে চীনের প্রতি এগিয়ে আসার আহ্বান
হাওরে ইজারা বন্ধ করতে হবে: মৎস্য উপদেষ্টা
হাওর থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রাঘাতে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৫)
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ