X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

৫১ হাজার ৭৬১ শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ০৯:২৫আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৯:২৫

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫১ হাজার ৭৬১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে প্রকাশিত ফলাফলে এসব পদের বিপরীতে সুপারিশ করা হয়েছে। 

গতকাল রাত থেকেই সুপারিশপ্রাপ্ত নিয়োগপ্রার্থীরা এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে শুরু করেছেন। এছাড়াও এনটিআরসিএ এবং টেলিটকের (www.ntrca.gov.bd এবং http://ngi.teletalk.com.bd ) ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ জুলাই) এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা ও বিকল্প মূল্যয়ন নিয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল প্রকাশের কথা জানান।

এসময় শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছরের গত ৩০ মার্চ ৪৮ হাজার ১৯৯টি এমপিওভুক্ত এবং ৬ হাজার ১০৫টি নন-এমপিও পদে নিয়োগে সুপারিশের জন্য মোট ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদে নিয়োগ সুপারিশ করতে নিবন্ধনধারীদের কাছে অনলাইনে আবেদন চেয়ে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়। মোট ৫৪ হাজার ৩০৪ জনের মধ্যে ২ হাজার ২০৭টি পদ সুপ্রিম কোর্টের লিভ টু আপিলের রায় বাস্তবায়নের জন্য সংরক্ষিত থাকবে। অবশিষ্ট ৫২ হাজার ৯৭টি পদে জন্য ৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট ৭৯ লাখ ৭৮ হাজার হাজার ৯১৭টি আবেদন পাওয়া যায়। কিন্তু নিয়োগ সুপারিশের আগেই ২০টি কনটেমপ্ট মামলায় গত ৩০ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিটি স্থগিত করা হয়। পরবর্তী সময়ে ৩১ মে পিটিশনারদের পক্ষে আদেশ হয়। কাজেই শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মেধা ভিত্তিতে নিয়োগ দেওয়ার পরিপন্থী হওয়ায় ৩১ মার্চের আদেশসহ কনটেমপ্ট পিটিশনের বিরুদ্ধে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দাখিল করা হয়।  গত ২৮ জুন আপিল নিষ্পত্তি হয়। এর কারণে নিয়োগ সুপারিশে আর কোনও বাধা নেই মর্মে উল্লেখ করা হয়।

আদালতের আদেশে তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুাযায়ী ৫২ হাজার ৯৭টি পদসহ ২ হাজার ২০৭টি সংরক্ষিত করে নিয়োগ সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়। ৫২ হাজার ৯৭টি পদের মধ্যে ২১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ভুল চাহিদা পাঠিয়েছেন মর্মে জানানো হলে ৩ হাজার ৩০৭টি পদের চাহিদা বাতিল করা হয়। আর ২ হাজার ২০৭টি পদের মধ্যে ৬৫ পদে কোনও চাহিদা না পাওয়ায় কোনও সুপারিশ করা হবে না। আদালতের সুপারিশ করা পদে তাদের স্থায়ী ঠিকানার কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হবে।

তৃতীয় গণবিজ্ঞপ্তির অবশিষ্ট ৫২ হাজার ৯৭টি পদে নিবন্ধনধারীদের পছন্দক্রম মেধার ভিত্তিতে টেলিটকের সফটওয়ারের মাধ্যমে নিয়োগ সুপারিশ করা হবে। টেলিটকের মাধ্যমে সুপারিশ করা প্রার্থীদের তালিকা এনটিআরসিএ –এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মোট ৫১ হাজার ৭৬১ পদে নিয়োগ সুপারিশ করা হবে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
উপবৃত্তি তথ্য সংশোধনের সময়সীমা বাড়লো
শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না অ্যাডহক কমিটি
বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার
সর্বশেষ খবর
ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে মশা নিধন অভিযান শুরু ডিএনসিসির
ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে মশা নিধন অভিযান শুরু ডিএনসিসির
বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার সমাবেশ: ফারুক
বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার সমাবেশ: ফারুক
রংপুরে জামায়াতের সমাবেশে দুই লাখ মানুষ সমাগমের আশা
রংপুরে জামায়াতের সমাবেশে দুই লাখ মানুষ সমাগমের আশা
ঋতুপর্ণার গোলে বাংলাদেশ এগিয়ে
ঋতুপর্ণার গোলে বাংলাদেশ এগিয়ে
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি