X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

কওমিসহ সব মাদ্রাসা শিক্ষা যুগোপযোগী করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৩, ২১:৫৬আপডেট : ০৮ জুন ২০২৩, ২১:৫৯

দেশের কওমি মাদ্রাসাসহ সকল মাদ্রাসা শিক্ষা যুগোপযোগী করতে জাতীয় শিক্ষাক্রম অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। কওমি শিক্ষাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে শিক্ষার্থীদের কর্মসংস্থানের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘সকল মাদ্রাসার শিক্ষা যুগোপযোগী করা প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভাপতিত্ব করেন অধ্যাপক মুনতাসির মামুন। মূল প্রবন্ধ পড়ে শোনান মাওলানা হাসান রফিক। বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ জাফর ইকবাল, শহীদ জয়া শ্যামলী নাসরিন। আরও বক্তব্য রাখেন জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা এয়াকুব বাদশা।

এছাড়া ‘কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা: একজন ভুক্তভোগীর জবানবন্দি’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন কওমি মাদ্রাসার শিক্ষার্থী ফরহাদ হোসেন ফাহাদ।

কওমিসহ মাদ্রাসা শিক্ষা যুগোপযোগী করার দাবিগুলো হলো-

* জঙ্গিবাদ, উগ্রতা এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ও সহিংসতা ছড়ায় এমন সকল প্রকাশনা নিষিদ্ধ করতে হবে।

* কওমি মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাইতে হবে, জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

* কওমি মাদ্রাসার পাঠ্যসূচি ও শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে সরকারি নিয়ন্ত্রণে পরিচালনা করতে হবে। মাদ্রাসায় মুক্তিযুদ্ধ এবং বাঙালির হাজার বছরের ইতিহাস পড়ানো বাধ্যতামূলক করতে হবে।

* বেকারত্বের অবসান ঘটানো, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও কর্মমুখী বাস্তববাদী শিক্ষা সম্প্রসারণ করা প্রয়োজন। বিশেষ করে তথ্যপ্রযুক্তির যুগে আইটি সেক্টরে কওমি ছাত্র-শিক্ষকদের সম্পৃক্ত করা যেতে পারে।

* রোহিঙ্গা ক্যাম্পসহ সর্বত্র জঙ্গি সংগঠন সৃষ্টি, লালন-পালন, সাহায্য- সহযোগিতাকারীদের শাস্তি এবং অর্থ প্রদানে কঠোরতা অবলম্বন করতে হবে।

* ধর্মীয় ব্যক্তিত্ব তথা আলেম সমাজ, অসাম্প্রদায়িক-মুক্তমনা ইসলামি চিন্তাবিদদের মাধ্যমে আলোচনা এবং আন্তধর্মীয় সংলাপে তাদের সম্পৃক্ততা করা প্রয়োজন।

* সকল মসজিদের ইমাম, খতিব মহোদয়দের জাতীয় পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাছাড়া ইমাম নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন ও যাচাই-বাছাই করে নেওয়ার নিয়ম চালু করতে হবে।

* মাদ্রাসায় কোরআন-হাদিসের আলোকে ইসলামের সঠিক শিক্ষা দিয়ে জঙ্গিবাদ উগ্রতা ও সন্ত্রাস রোধ করতে হবে।

* অন্য ধর্মাবলম্বীদের দুশমন মনে না করে মানবতার শিক্ষার্জন করতে হবে। যেসব গণমাধ্যম জঙ্গিবাদের পক্ষে কথা বলে সে সবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
প্যারোলে মুক্তি চান দীপু মনি
স্বামীসহ ডা. দীপু মনির ৬ কোটি টাকা অবরুদ্ধ
কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়নের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
সর্বশেষ খবর
সিমেন্টবোঝাই ট্রাক উল্টে সড়কে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
সিমেন্টবোঝাই ট্রাক উল্টে সড়কে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখল বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
দক্ষিণখানে প্রতিবন্ধীর ব্যবসা দখল বিএনপি নেতার, প্রতিবাদে মানববন্ধন
শহীদকন্যাকে ধর্ষণ মামলার পলাতক সেই আসামি গ্রেফতার
শহীদকন্যাকে ধর্ষণ মামলার পলাতক সেই আসামি গ্রেফতার
আ.লীগ নিষিদ্ধে বিলম্ব হলেও আমরা খুশি: নজরুল ইসলাম খান
আ.লীগ নিষিদ্ধে বিলম্ব হলেও আমরা খুশি: নজরুল ইসলাম খান
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ