X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

প্রকল্পের মেয়াদ বৃদ্ধি নয়, চাকরি অব্যাহত রাখার আদেশ জারির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ১৯:২১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৯:২১

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ১ হাজার ১৮৭ পদ রাজস্ব খাতে স্থানান্তরে দীর্ঘদিন দাবি করে আসছেন কর্মকর্তা-কর্মচারী। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সেসিপের মেয়াদ শেষ হবে। এই পরিস্থিতিতে প্রকল্পের মেয়াদ না বাড়িয়ে ওয়ার্ক অর্ডার বা চাকরি অব্যাহত রাখার আদেশ জারি করে চাকরির ধারাবাহিকতা রক্ষার দাবি জানিয়েছেন ৯৯১ জন কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সেসিপ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক শামীমা ফেরদৌসী সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

মো. আব্দুল হাকিম ও শামীমা ফেরদৌসী জানান, প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে, রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়া না নেওয়া হলে সর্বাত্মক কর্মবিরতি ও শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি পালন করবেন সব কর্মকর্তা-কর্মচারী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের বাস্তবায়নাধীন সেসিপের ১ হাজার ১৮৭টি পদ অত্যাবশ্যকীয় ও কারিগরি। এই জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরপ্রক্রিয়া ৩১ ডিসেম্বর মধ্যে শেষ করা সম্ভব না হলে ওয়ার্ক অর্ডার ছাড়াই সেসিপের মেয়াদ সপ্তম বারের মতো বাড়ানোর প্রক্রিয়া দৃশ্যমান হবে। যদি তা-ই হয়, কর্মকর্তা-কর্মচারী সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন।

তারা আরও জানান, রাজস্ব খাতে স্থানান্তরের ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতামূলক পরিপত্রগুলোর শর্ত শিথিল করে প্রধানমন্ত্রী ২০১৯ সালের ২৪ জুন জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের অনুমোদন করেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় সেসিপে সরাসরি নিয়োগ করা কর্মরত ১ হাজার ১৮৭টি পদ জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের সম্মতি দেয়।

কিন্তু অর্থ বিভাগ ১ হাজার ১৮৭টি পদ জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তর ছাড়া মাউশির অর্গানোগ্রামে শুধু ৮০১টি পদ সৃষ্টির সম্মতি দেয়। অর্থ বিভাগের এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অনুমোদন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। সে কারণে মাউশি থেকে আবার অর্থ বিভাগে পত্র পাঠানো হয়। কিন্তু অর্থ বিভাগ ২০২২ সালের ২৮ জুন চারটি কারণ দেখিয়ে সেসিপের ১ হাজার ১৮৭টি পদ জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের সুযোগ নেই মর্মে অসম্মতি জ্ঞাপন করে। অথচ আগেই শর্তগুলো শিথিল করে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

এদিকে মাঠপর্যায়ে কর্মরত জনবল অপরিহার্য হওয়ায় রাজস্ব খাতে স্থানান্তর সময়সাপেক্ষ উল্লেখ করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সেসিপের মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব করা হয়। যদিও বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে জনবল রাজস্ব খাতে স্থানান্তরপ্রক্রিয়া মন্ত্রণালয়ের প্রশাসনিক কাজ বিধায় প্রক্রিয়াকালীন থোক বরাদ্দ থেকে ওই জনবলের বেতন-ভাতা পরিশোধের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে মতামত দেওয়া হয়। সেসিপ প্রকল্পটির কার্যক্রম ৯৭ দশমিক ৫০ শতাংশ শেষ হওয়ায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধি যুক্তিযুক্ত নয় মর্মেও জানিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, প্রকল্পের মেয়াদ না বাড়িয়ে জনবল রাজস্ব খাতে স্থানান্তরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার দাবিতে গত ২২ অক্টোবর থেকে শিক্ষা ভবন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলন চলাকালে শিক্ষামন্ত্রীর আশ্বাসে ২৫ অক্টোবর আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারীরা।

এদিকে সময় সল্পতার কারণে গত ৪ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব করে। অন্যদিকে সেসিপের ৯৯১ জন কর্মকর্তা-কর্মচারী ওয়ার্ক ওর্ডার বা চাকরি অব্যাহত রাখার আদেশ জারির জন্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেন।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
কেএমপি কমিশনারের পদত্যাগ ইস্যুতে খুলনায় বৈষম্যবিরোধীরা দ্বিধাবিভক্ত
মাদকবিরোধী আন্দোলন গড়তে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ
৩ দাবিতে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের মানববন্ধন
সর্বশেষ খবর
চট্টগ্রাম কাস্টম কমিশনার সাময়িক বরখাস্ত, আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার সাময়িক বরখাস্ত, আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন