X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

লিফট দুর্ঘটনায় ঢাবি কর্মকর্তার মৃত্যু, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৪, ০১:৩৫আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০১:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সিনিয়র সহকারী পরিচালক (হিসাব) মোহাম্মাদ আবদুল্লাহর মৃত্যুর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কাক্স) ভবনের লিফট দুর্ঘটনায় আব্দুল্লাহ মারাত্মকভাবে আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। 

জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দুর্ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান এবং মোহাম্মদ আবদুল্লাহ শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তার মৃত্যুতে  শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক শোক বার্তা প্রেরণ করা হয়। এতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দুর্ঘটনার কারণ উদঘাটন ও প্রতিকার বিষয়ে সুপারিশ প্রদানের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫-সদস্য বিশিষ্ট এই কমিটিতে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরি, কারস্-এর পরিচালকের একজন প্রতিনিধি ও প্রধান প্রকৌশলী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। উপ রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ুব আলী কমিটির সদস্য সচিব থাকবেন। কমিটিকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।

৩ সদস্য পৃথক তদন্ত কমিটি গঠন

একই ঘটনায় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস)-এর পরিচালকের নির্দেশনায় চিফ সায়েন্টিস্ট ড. মো. লতিফুল বারীকে আহ্বায়ক, সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আহসান হাবিবকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট পৃথক একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।

/এস/
সম্পর্কিত
স্বাস্থ্য-শিক্ষা অধিদফতর ঘেরাও করে বিক্ষোভ
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
সর্বশেষ খবর
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
কক্সবাজারে জলাবদ্ধ অর্ধশতাধিক গ্রাম: দুর্ভোগে লক্ষাধিক মানুষ
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৮ জুলাই ২০২৪
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স