X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাজনীতির মঞ্চ-পথসভায় রিয়াজ-ফেরদৌস

মাহবুব হাসান, শেখ হাসিনার গাড়ি বহর থেকে
১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৭

টুঙ্গিপাড়ার মঞ্চে ফেরদৌস ও রিয়াজ চলতি বছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে অংশ নিয়েছিলেন চিত্রনায়ক ফেসদৌস ও রিয়াজ। এবার আসন্ন নির্বাচনের আগে প্রচারণায় অংশ নিতে গতকাল (১২) থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে অবস্থান করছেন এই দুই তারকা। গতকাল গিয়েছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

এদিন আওয়ামী লীগের পক্ষে মঞ্চে তারা বক্তৃতাও করেন। এছাড়া কোটালীপাড়া থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় ফেরার পথে আজ (১৩ ডিসেম্বর) গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের পথসভাতেও কথা বলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই দুই নায়ক।

টুঙ্গিপাড়ার মঞ্চে রিয়াজ বলেন, ‘আমি অভিনয়ের মানুষ। আমার অভিনয় ভালো লাগলে তার বিণিময়ে নৌকায় ভোট দেবেন। এই দীর্ঘ ক্যারিয়ারে যদি অভিনয়ের মাধ্যমে বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকি, তবে ভোট দিয়ে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন। আমরা ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীর পিতার শত বছর একসাথে পালন করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।’

রিয়াজের পর মঞ্চে বক্তৃতা দিতে আসেন ফেরদৌস। তিনি বলেন, ‘এবারের নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। সেখানে জয়ী হতেই হবে আমাদের। আমার ২০ বছরের চলচ্চিত্র অভিনয়জীবন। যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকেন, তবে নৌকায় ভোট দেবেন। তরুণ প্রজন্মের যারা প্রথম ভোট দেবে, তারা অবশ্যই যেন নৌকায় ভোট দেয়। ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশকে আরও এগিয়ে নিতে চাই।’

গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের পথসভাতে ফেরদৌস বলেন, ‘আমার অভিনয় দিয়ে যদি আপনাদের এতটুকু আনন্দ দিতে পারি তাহলে আগামী নির্বাচনে আপনারা নৌকায় ভোট দেবেন। নৌকাকে বিজয়ী করবেন। আর আমাদের প্রধানমন্ত্রী যদি ফের জয়ী হন, তাহলে তিনি একটি উন্নত বাংলাদেশ আমাদের উপহার দেবেন।’

পথসভায় চিত্রনায়ক রিয়াজও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসভায় বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। সামনের নির্বাচনে আবারও তাকে জয়ী করুন, তাহলে তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবেন।’

একাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া, কোটালীপাড়া) আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/টিটি/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা