X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ইবরার টিপুর পিয়ানোর সুরে গাইলেন ৮১ জন

বিনোদন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৩:৩৯আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৮:৪৭

জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও গায়ক ইবরার টিপু বিচারক হিসেবে যুক্ত আছেন সংগীত বিষয়ক প্রতিযোগিতা ‘ইয়াং স্টার’-এ। অন্যদিকে, এ আয়োজনে বর্তমানে অবস্থান করছেন সেরা ৮১ জন।

তাদের নিয়েই এবার অনবদ্য পরিবেশনায় অংশ নিলেন ইবরার টিপু। প্রতিযোগীদের জন্য ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনে ২০ ঘণ্টারও বেশি পিয়ানো বাজিয়েছেন তিনি। বাংলাদেশে এর আগে কখনও কোনও সংগীত বিষয়ক  রিয়েলিটি শো’তে পিয়ানো নিয়ে এমন মনোমুগ্ধকর আয়োজন করা হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের।  

এ প্রসঙ্গে ইবরার টিপু বলেন, ‘আমি এর আগেও সংগীত বিষয়ক বিভিন্ন  রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করেছি। তবে এই প্রথম দেশের কোনও রিয়েলিটি শোতে পিয়ানো রাউন্ড করা হয়েছে। আর ৮১ জন প্রতিযোগীর সঙ্গে আমি নিজেই পিয়ানো বাজিয়েছি। প্রতিদিন দীর্ঘসময় বাজানোতে যদিও অনেক বেশি পরিশ্রম হয়েছে তারপরও ভিন্নধর্মী এই আয়োজনে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি ভীষণ আনন্দিত।’

চলতি রাউন্ডের প্রতিযোগীদের একাংশ

বেসরকারি টিভি চ্যানেল আরটিভির আয়োজনে ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে চলছে এই রিয়েলিটি শো।

সোহাগ মাসুদের প্রযোজনায় এতে বিচারক হিসেবে আরও আছেন প্রতীক হাসান ও সাবরিনা পড়শী। আগামী ১, ৭ ও ৮ ডিসেম্বর আরটিভিতে রাত ৮টায় এই পিয়ানো রাউন্ড প্রচারিত হবে। ‘ইয়াং স্টার’ উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানী সালসাবিল লাবণ্য।

/এম/এমওএফ/
সম্পর্কিত
কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
মামানামা- আউট অব দ্য বক্স কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
‘পরাণ’ সিনেমার সূত্র ধরে নাটক ‘মনজুড়ে’!
‘পরাণ’ সিনেমার সূত্র ধরে নাটক ‘মনজুড়ে’!
আবার অভিনয়ে পড়শী!
আবার অভিনয়ে পড়শী!
প্রচারে আসছে ‘অভিনেত্রী’ পড়শীর নতুন নাটক
প্রচারে আসছে ‘অভিনেত্রী’ পড়শীর নতুন নাটক
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
দুর্গম চর থেকে সিনেমার নাম ভূমিকায় এই শিশু
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা