X
সকল বিভাগ
সেকশনস
সকল বিভাগ

সিনেমায় ঐশীর ‘ওরে আমার বাপ’

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৬:১০

আগস্টের প্রথম সপ্তাহে সিনেমার শুটিং ক্যামেরা ক্লোজ; আর নভেম্বরের শেষ সপ্তাহে এসে হলো গানের রেকর্ডিং! ঘটনাটি রনি ভৌমিকের প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’য় ঘটেছে। 

সিয়াম-নোভা অভিনীত এই সিনেমার জন্য গত ২৩ নভেম্বর গাইলেন পাওয়ার ভয়েস ফাতিমা তুয যাহরা ঐশী। গানটি সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই সবার শেষে রেকর্ডিং হয়েছে বলে জানান নির্মাতা রনি। জানান, ‘ওরে আমার বাপ’ শিরোনামের এই গানটি বহমান থাকবে সিনেমাজুড়ে।  

মূর্তজা খান লোদীর কথায় গানটির সুর করেছেন রাগীব স্বাগত এবং সংগীতায়োজন করেছেন ই কে মজুমদার ইস্তি। গানটিতে ঐশীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন স্বাগত। 

ঐশী গানটি প্রসঙ্গে বলেন, ‘এটা বাবাকে নিয়ে গাওয়া একটি আনন্দের গান। সিনেমার একটি বড় অংশজুড়ে থাকবে গানটি। এক কথায় বলা যায়, সিনেমার পুরো গল্পটাকেই ক্যারি করবে গানটি। গানটা গেয়ে আমি অনেক বেশি আনন্দ পেয়েছি।’

নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘এই গানটার মধ্যেই সিনেমার গল্পটার অনেকাংশ জুড়ে আছে। তাই আমি চেয়েছিলাম গানটা যেন পারফেক্ট হয়। সে জন্যই গানটির কথা মাথায় রেখেই শুটিং শেষ করি। পরে গানটি রেকর্ড করি। ঐশী যেভাবে গানটাকে ক্যারি করেছে, সত্যি অসাধারণ।’

এই সিনেমায় গান থাকছে চারটি। চলতি সপ্তাহেই সেন্সর বোর্ডে জমা পড়বে সিনেমাটি। ছাড়পত্র পেলে ডিসেম্বরেই মুক্তি দেবেন বলে জানান পরিচালক। 

টোস্টার প্রোডাকশন ও লেবেল থ্রি-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার গল্প ও ক্যামেরায় ছিলেন রায়হান খান। সিয়াম-নোভা ছাড়াও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, তারিক আনাম খান প্রমুখ।

/এমএম/এমওএফ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
মোবাইল ফোন-ল্যাপটপসহ প্রযুক্তিপণ্যের দাম বেড়েছে ১০ শতাংশ
মোবাইল ফোন-ল্যাপটপসহ প্রযুক্তিপণ্যের দাম বেড়েছে ১০ শতাংশ
১‌‌২ ঘণ্টা বন্ধের পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু
১‌‌২ ঘণ্টা বন্ধের পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু
ডনবাস আবারও ইউক্রেনের হবে: জেলেনস্কি
ডনবাস আবারও ইউক্রেনের হবে: জেলেনস্কি
দুপুরে শহীদ মিনারে গাফফার চৌধুরীকে শেষ শ্রদ্ধা
দুপুরে শহীদ মিনারে গাফফার চৌধুরীকে শেষ শ্রদ্ধা
এ বিভাগের সর্বাধিক পঠিত