X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

আমি ভাষাহীন, স্তব্ধ: বাপ্পা মজুমদার

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৮:০১

এরিক ক্ল্যাপটন। গিটার দুনিয়ায় তাকে শ্রেষ্ঠতম বিবেচনা করা হয়। মার্কিন সাময়িকী রোলিং স্টোনের তৈরিকৃত সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি। সুতরাং গোটা বিশ্বের বহু গিটার বাদক যে তাকে অনুসরণ করেন, সেটা বলার অপেক্ষা রাখে না।
 
বাংলাদেশের নন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদারও সেই অনুসারীদের একজন। গিটারের গুরু হিসেবেই এরিক ক্ল্যাপটনকে মনেপ্রাণে ধারণ করেন তিনি। তাই সবচেয়ে প্রিয় গিটারিস্টের অটোগ্রাফ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন বাপ্পা। অকপটে নিজের ফেসবুক পোস্টেই জানালেন সে কথা। 

বুধবার (৩১ আগস্ট) ফেসবুকে গোটা কয়েক ছবি পোস্ট করেন বাপ্পা মজুমদার। তাতে দেখা যায়, নিজের প্রিয় গিটারটি বিস্ময় আর আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে দেখছেন। ক্যাপশনে পরিষ্কার হলো মূল বিষয়বস্তু। 

বাপ্পা লিখেছেন, ‘গুরু এরিক ক্ল্যাপটনের সাইন আমার ফেনডার স্ট্র্যাটে (ইলেকট্রিক গিটারের একটি মডেল)! আমি ভাষাহীন, আমি স্তব্ধ!’

অনুভূতি প্রকাশের সঙ্গে বাপ্পা জানালেন, তাকে এই অসাধারণ উপহার দিয়েছেন তারই ঘনিষ্ঠজন শাহান কবন্ধ, ইমরান আসিফ ও চৈতী। এরিক ক্ল্যাপটনের প্রতি বাপ্পার সীমাহীন ভালোবাসা দেখেই তাকে এমন সারপ্রাইজ দিয়েছেন তারা।

আমি ভাষাহীন, স্তব্ধ: বাপ্পা মজুমদার প্রসঙ্গক্রমে শাহান কবন্ধ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দাদা যে এরিক ক্ল্যাপটনের অন্ধ ভক্ত, সেটা আমরা জানতাম। মূলত সেখান থেকেই উনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এই উদ্যোগটি নিয়েছি। অনেক পথ ঘুরে ২২ আগস্ট বাপ্পা দার গিটারটি যুক্তরাষ্ট্রে এরিক ক্ল্যাপটনের হাতে পৌঁছায়। তিনি সেখানে স্বাক্ষর দেন। ৩১ আগস্ট গিটারটি ঢাকায় ফিরে আসে। এবং বাপ্পা দা সেটি পেয়ে জাস্ট মাথায় হাত দিয়ে বসে পড়েন। দাদাকে এতটা বিস্মিত হতে আগে কখনও দেখিনি।’

বাংলা ট্রিবিউন-এর কাছে ‘দলছুট’ তারকার কণ্ঠেও একই সুর, ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না। এটা আমার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি।’ 

প্রসঙ্গত, সংগীত পরিবারে বেড়ে ওঠা বাপ্পা মজুমদারের ক্যারিয়ার শুরু হয়েছিল গিটার বাদক হিসেবেই। দেশের বিখ্যাত কয়েকজন শিল্পীর সঙ্গে বাজিয়েছেন তিনি। পরে ১৯৯৫ সালে কণ্ঠশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেন এই গুণী মিউজিশিয়ান। আমি ভাষাহীন, স্তব্ধ: বাপ্পা মজুমদার

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এলো টিনা রাসেলের ভ্যালেন্টাইন উপহার (ভিডিও)
এলো টিনা রাসেলের ভ্যালেন্টাইন উপহার (ভিডিও)
ভালোবাসা দিবসে তাদের সম্মিলিত চমক...
ভালোবাসা দিবসে তাদের সম্মিলিত চমক...
প্রথম একক কনসার্ট!
প্রথম একক কনসার্ট!
কাজী নজরুল ইসলামের শ্রেণিকক্ষের সামনে ‘ইত্যাদি’
কাজী নজরুল ইসলামের শ্রেণিকক্ষের সামনে ‘ইত্যাদি’
বিনোদন বিভাগের সর্বশেষ
পিছিয়ে পড়া থিয়েটারকর্মীদের দ্বিগুণ তালে কাজের প্রত্যয়
বিশ্ব থিয়েটার দিবসপিছিয়ে পড়া থিয়েটারকর্মীদের দ্বিগুণ তালে কাজের প্রত্যয়
কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
মামানামা- আউট অব দ্য বক্স কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
জর্ডান টু আগরতলা: হিরু-চাঁদনীর আনন্দ অভিজ্ঞতা
জর্ডান টু আগরতলা: হিরু-চাঁদনীর আনন্দ অভিজ্ঞতা
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
স্বাধীনতা দিবসে সালেহার বেশে মেহজাবীন চমক
স্বাধীনতা দিবসে সালেহার বেশে মেহজাবীন চমক