X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সালমান ভাই পাশে থাকলে আনন্দিত হতাম: শাকিব

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৯

তিনি একজন নায়ক। কাজ করেছেন মাত্র সাড়ে তিন বছর। এরপর অকস্মাৎ রহস্যজনক মৃত্যু। সেই মৃত্যুর ২৫ বছর পরও তাকে অসামান্য ভালোবাসায় স্মরণ করেন সিনেমাপ্রেমী প্রতিটি দর্শক। তিনি সালমান শাহ। ঢাকাই সিনেমায় ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া ক্ষণজন্মা নায়ক।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সালমান শাহর জন্মদিন। বিশেষ এই দিনে তাকে স্মরণ করছেন ভক্ত ও সিনেমা জগতের মানুষেরা। কেননা, এদের অধিকাংশের শৈশব-কৈশোরের সিনেপ্রেম জড়িয়ে আছে সালমান শাহকে ঘিরে।

হাল আমলের তেমনি একজন শাকিব খান। বর্তমানে ঢালিউডের শীর্ষ নায়ক তিনি। তবে ছোটবেলায় যার সিনেমা দেখে তার হলে যাওয়ার সূচনা হয়, সেই নায়কের নাম সালমান শাহ। অতীতের ডায়েরি খুলে সে কথা বলেছেন শাকিব।

তার ভাষ্য, ‘আমি যখন ছাত্র, স্কুলে পড়ি, তখন প্রথম সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের। এবং সবার মতো আমিও তাকে অনেক পছন্দ করতাম, তার সিনেমা পছন্দ করতাম।’

সালমান শাহ জন্মোৎসবে বক্তব্য দিচ্ছিলেন শাকিব খান কথাগুলো শাকিব বলেছিলেন ২০১৯ সালে ঢুলি কমিউনিকেসন্স আয়োজিত সালমান শাহ জন্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। মধুমিতা হলে অনুষ্ঠিত সেই আয়োজনে সালমানের জন্মদিনের কেক কাটেন শাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে, আমার হাতে তার জন্মদিনের কেক কাটতে হচ্ছে। তবে আমি আরও আনন্দিত হতাম, যদি তিনি আমার পাশে থাকতেন।’

সালমান শাহকে ‘মহান শিল্পী’ আখ্যায়িত করে শাকিবের বক্তব্য, ‘আজকে যার জন্মদিন, সেই মানুষটা আমাদের মধ্যে নেই অনেক দিন হয়ে গেছে। কিন্তু তিনি এমন এক মহান শিল্পী, তার মৃত্যুর এত বছর পরও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। এখনও কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তার জন্মদিনে, মৃত্যুদিনে; প্রতিটি মুহূর্তে তাকে ভালোবেসে স্মরণ করে।’

ভক্তদের মনে চিরস্থায়ী জায়গা করে নেওয়াই সালমান শাহর বড় প্রাপ্তি বলে মনে করেন শাকিব খান। তার মতে, ‘দেশে ও দেশের বাইরে মানুষ নিজের মনে যে সালমান ভাইয়ের একটি পোট্রেট এঁকে রেখেছে, তার প্রত্যেক জন্মদিনে, মৃত্যুদিনে, প্রতিটি সুন্দর সময়ে যে সালমান ভাইকে স্মরণ করে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।’

বছর তিনেক আগের সেই বক্তব্যের ভিডিও আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন শাকিব খান। এর মাধ্যমেই তিনি কালজয়ী নায়ককে স্মরণ করেছেন।  

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব