X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘কিংবদন্তি’ শব্দে আসাদুজ্জামান নূরের আপত্তি!

বিনোদন রিপোর্ট
২০ অক্টোবর ২০২২, ১৫:৪৮আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৯:১০

রাজনৈতিক ব্যক্তিত্ব শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘জয় বাংলা ধ্বনি’। খ ম খুরশীদের পরিচালনায় এতে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর, নিরব, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত ও সংবাদ সম্মেলন।

অনুষ্ঠানে সঞ্চালক থেকে শুরু করে বিভিন্ন বক্তা আসাদুজ্জামান নূরকে কিংবদন্তি শিল্পী হিসেবে আখ্যায়িত করেন; যেটা স্বাভাবিক এবং নিয়মিত ঘটনা। তবে এই উপাধিতে কিছুটা আপত্তি রয়েছে তার। গুণী এই অভিনেতার মতে, তিনি এখনও ওই পর্যায়ের শিল্পী হতে পারেননি।

শব্দের নূর ছড়িয়ে আসাদুজ্জামান নূর বললেন, ‘আমাকে পরিচয় করানোর জন্য কিংবদন্তি শব্দটি কয়েকবার ব্যবহার করা হয়েছে। এই শব্দটি বহুবার ব্যবহৃত হতে হতে খুব মলিন হয়ে গেছে। এটি ব্যবহার কম বা না করাই ভালো। আমার চোখে কিংবদন্তি শিল্পী বলতে যাদের বুঝি, যেমন গোলাম মোস্তাফা আছেন, আনোয়ার হোসেন আছেন কিংবদন্তি শিল্পী। আমরা ওই পর্যায়ের শিল্পী এখনও হতে পারিনি বলে আমি বিশ্বাস করি।’

শাজাহান খানের অনুরোধেই সিনেমাটিতে যুক্ত হয়েছেন বলে জানালেন আসাদুজ্জামান নূর। তার ভাষ্য, ‘এই ছবিতে আসার পেছনের গল্প মূলত শাজাহান ভাই। যিনি বীর মুক্তিযোদ্ধা, তার আবেগ দিয়ে, অভিজ্ঞতা, দেশপ্রেম দিয়ে তিনি একটি ইতিহাসকে ধারণ করবার চেষ্টা করেছেন তার কাহিনির মধ্য দিয়ে। সে কারণে তার যে অনুরোধ, সেটা রাখাটা আমার জন্য অনিবার্য হয়ে পড়ে।’

সংবাদ সম্মেলনে অতিথিরা রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে অভিনয়ে অমবস্যার চাঁদ হয়ে গেছেন আসাদুজ্জামান নূর। অনভ্যাসে অভিনয় বিদ্যাও হ্রাস হয়েছে বলে দাবি তার। বলেছেন, “আমরা যারা রাজনীতিতে যুক্ত হয়েছি, আমাদের ব্যক্তিগত জীবনটি তেমন নির্ঝঞ্ঝাট নয়। আমাদের ব্যস্ততাটা একটু ভিন্ন ধরনের। একজন শিল্পী যখন অভিনয় করেন, তার যে মনঃসংযোগ ও একাগ্রতা প্রয়োজন, সেটার জন্য সময় বের করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। যে কারণেই হয়ত আমি অভিনয় অনেক কম করি বা করি না বললেই চলে। দীর্ঘদিন অভিনয় না করার ফলে, যেটা বলা হয় ‘অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়’; আমারও বিদ্যা হ্রাস পেয়েছে। এতে কোনও সন্দেহ নেই। আগে যেমন নিয়মিত অভিনয় করতাম, সেই সময়কার দক্ষতা এখন অনেকটাই হারিয়ে গেছে। তবুও আমার সবটুকু চেষ্টা করবো।”

এই সিনেমায় আসাদুজ্জামান নূরকে দেখা যাবে শম্ভু রাজাকারের চরিত্রে। অন্যদিকে মুক্তিযোদ্ধার ভূমিকায় থাকছেন চিত্রনায়ক নিরব। তিনি বলেন, ‘খুরশীদ ভাইয়ের সঙ্গে এই ছবিটার মিটিং যখন করি, তখন আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যখন জানলাম, এই গল্পটা আমাদের পছন্দের শাজাহান খান এমপির লেখা, তখন আমার মনে হলো যেখান থেকে গল্পটার উৎপত্তি হওয়া উচিত, সেখান থেকেই হয়েছে। এজন্য খুব ভালো লাগলো। আর খুরশীদ ভাই যখন এমপি সাহেবের কাছ থেকে গল্প নিতে পারেন, সেখানে যখন আসাদুজ্জামান নূরের মতো একজন অভিনয় করতে পারেন, এই গল্প তো অবশ্যই ভালো কিছু হবে।’

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমাটি। অনুষ্ঠানে শাজাহান ও নূর

ছবি: সাজ্জাদ হোসেন

/এমএম/কেআই/
সম্পর্কিত
অপু-নিরবের মুখোমুখি দীঘি-নূর, সমানে সমান লড়াই!
এ সপ্তাহের ছবিঅপু-নিরবের মুখোমুখি দীঘি-নূর, সমানে সমান লড়াই!
বুবলীর সঙ্গে ঈদ, অপুকে নিয়ে ভালোবাসার উৎসবে নিরব
বুবলীর সঙ্গে ঈদ, অপুকে নিয়ে ভালোবাসার উৎসবে নিরব
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসাদুজ্জামান নূর
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসাদুজ্জামান নূর
কবিতা পড়তে ও আবৃত্তি করতে ছন্দ জানা জরুরি: আসাদুজ্জামান নুর
কবিতা পড়তে ও আবৃত্তি করতে ছন্দ জানা জরুরি: আসাদুজ্জামান নুর
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!