X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সিনেমায় চমক

বিনোদন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ০১:০৪আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৩:৫০

সিনেমায় অভিষিক্ত হচ্ছেন ছোট পর্দার উঠতি নায়িকা রুকাইয়া জাহান চমক। যিনি ওয়েব সিরিজ ‘মহানগর’সহ বেশ ক’টি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন গ্ল্যামার আর অভিনয় দ্যুতিতে। নায়িকার বেশে অভিনয় করেছেন ছোট পর্দার প্রায় সকল বড় অভিনেতার সঙ্গে। 

সেই ধারাবাহিকতায় এবার নাম লেখালেন সিনেমায়ও। চুক্তিবদ্ধ হয়ে গেছেন এরমধ্যে। প্রথম সিনেমায় নায়ক হিসেবে চমক পাচ্ছেন নিরব হোসাইনকে। ঢলিউডে নতুনদের অভিষিক্ত করার পেছনে যার ভূমিকা এ পর্যন্ত অনেক। সেই তালিকায় এবার তিনি নিজ বহরে যুক্ত করলেন চমককে।

ছবিটির এই নায়িকা ইস্যুতে ক’দিন আগেও একটা চমক ছিলো। যাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘ন ডরাই’ নায়িকা সুনেরাহ। তবে মহরত অনুষ্ঠানের দিনই তিনি ছবিটি থেকে সরে দাঁড়ান। মূলত এরপর সেই স্থানেই যুক্ত হন সত্যিকারের চমক!

ছবিটির নাম ‘জয় বাংলার ধ্বনি’। এটি নির্মাণ করছেন খ. ম. খুরশীদ। যার শুটিং এরমধ্যে শুরু হয়েছে। আর নিরব-চমক ইউনিটে যুক্ত হচ্ছেন শুক্রবার (৪ নভেম্বর) থেকে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন দু’জনেই।

চমক ও নিরব চমক প্রসঙ্গে নিরব বলেন, ‘এ প্রজন্মের মধ্যে চমক অন্যতম। তার গ্ল্যামার ও অভিনয় প্রতিভা দুটোই সমান্তরাল বলে আমার মনে হয়েছে। আমাদের দলে তাকে পেয়ে স্বস্তিতে আছি। আশা করছি, সিনেমায় চমকের শুরুটা ভালোই হবে।’

ভালো হওয়ারই কথা, কারণ এই ছবিতে নিরব-চমকের সঙ্গে পথ প্রদর্শক হিসেবে আছেন মুক্তিযোদ্ধা-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি এই ছবিতে অভিনয় করছেন রাজাকারের চরিত্রে। অন্যদিকে ছবিটির নির্মাণ উপদেষ্টা হিসেবেও কাজ করছেন তিনি।

এই ছবির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, ছবিটির কাহিনি লিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও প্রভাবশালী শ্রমিক নেতা শাজাহান খান। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ছবিটি।

তবে এসব ছাপিয়ে ছবিটির মূল আলোচ্য বিষয় এর মাধ্যমে বড় পর্দায় চমকের অভিষেক হচ্ছে। নায়িকা বললেন, ‘ভালো লাগছে এই ভেবে, আমার শুরুটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ছবির মাধ্যমে। জানি না, নিজেকে কতোটা ক্যারি করতে পারবো। তবে চেষ্টা করবো।’

নিরব জানান, ১ নভেম্বর থেকে মাদারীপুরের পদ্মার চরে ছবিটির শুটিং শুরু হয়েছে। সেখানে ঢাকা থেকে কাল সকালেই যুক্ত হচ্ছেন নিরব-চমক। সিনেমায় চমক

/এমএম/
সম্পর্কিত
‘গোলাপ’ নিয়ে সুবাস ছড়াবেন নিরব-পরী
‘গোলাপ’ নিয়ে সুবাস ছড়াবেন নিরব-পরী
দর্শক যেন হলে গিয়ে সিনেমা দেখে: নিরব
ফিরে দেখা ২০২৪, পরিকল্পনা ২০২৫দর্শক যেন হলে গিয়ে সিনেমা দেখে: নিরব
অন্তর্বর্তী সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নিরব!
অন্তর্বর্তী সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নিরব!
ফারিণের অভিষেক, নিরব-স্পর্শিয়ার অভিমান!
এ সপ্তাহের ছবিফারিণের অভিষেক, নিরব-স্পর্শিয়ার অভিমান!
বিনোদন বিভাগের সর্বশেষ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী
বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী