X
রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিলো জিফাইভ

বিনোদন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৩, ১৯:০৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১২:৪২

সাড়ে তিন বছর আগে বড়সড় আয়োজনে বাংলাদেশে যাত্রা করেছিলো ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ। লক্ষ্য ছিলো, বাংলা কনটেন্টকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। সেই সঙ্গে দুই দেশের মধ্যে সৃষ্টিশীল কাজের সমন্বয় ও বিনিময় করা। গুটি কয়েক কনটেন্ট নির্মিত হয়েছে বটে। কিন্তু তা কাঙ্ক্ষিত সাড়া জাগাতে পারেনি।

সেজন্যই বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিলো জিফাইভ। আগামী ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে আর দেখা যাবে না এই প্ল্যাটফর্মের কোনও কনটেন্ট। একটি ইমেইলের মাধ্যমে বার্তাটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে জিফাইভের কনটেন্ট নির্মাণ ও দেখভাল করতো ‘গুড কোম্পানি’। এটি বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিকের অঙ্গপ্রতিষ্ঠান। এর কর্তা ইরেশ যাকেরও খবরটি নিশ্চিত করেছেন বাংলা ট্রিবিউনকে। তিনি বলেন, ‘এটা তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত। আমরা তো কেবল কনটেন্ট প্রোডাকশনের কাজগুলো করতাম। হয়ত কোনও কারণে তাদের মনে হয়েছে বাংলাদেশে মার্কেটে তারা কাজ করবে না। এজন্যই বন্ধ করে দিচ্ছে।’

জিফাইভের বাংলাদেশি কয়েকটি কনটেন্ট জিফাইভের বার্তায় বলা হয়েছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশে আর জিফাইভের স্ট্রিমিং সার্ভিস থাকছে না। আমাদের গল্পগুলো দিয়ে আপনাদের বিনোদিত করতে পেরে আমরা আনন্দিত।’

প্রশ্ন হতে পারে, যদি ১৫ জানুয়ারি থেকে সেবা বন্ধ হয়ে যায়, তাহলে যারা অগ্রিম সাবস্ক্রিপশন কিনে রেখেছেন, তাদের কী হবে? এই সমস্যার সমাধানও করছে জিফাইভ। সাবস্ক্রিপশন অনুযায়ী যার যার দেওয়া অতিরিক্ত অর্থ রিফান্ড করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের মুহূর্ত ছিলো এমন উল্লেখ্য, ২০১৯ সালের ৩ জুলাই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিলো জিফাইভ। এরপর ‘মাইনকার চিপায়’, ‘কনট্রাক্ট’, ‘যদি কিন্তু তবুও’, ‘ঠাণ্ডা’, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ইত্যাদি কনটেন্ট উপহার দিয়েছে।

/কেআই/
সম্পর্কিত
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি ইরেশ যাকের
শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি ইরেশ যাকের
লোভে পাপ, পাপে ‘জিম্মি’; ট্রেলার জানিয়ে দিলো তাই…  
লোভে পাপ, পাপে ‘জিম্মি’; ট্রেলার জানিয়ে দিলো তাই…  
বিনোদন বিভাগের সর্বশেষ
নুসরাত ফারিয়াকে বিদেশ যেতে বাধা
নুসরাত ফারিয়াকে বিদেশ যেতে বাধা
শুরু হচ্ছে তথ্যবহুল ‘ফ্যাশন ক্যানভাস’
শুরু হচ্ছে তথ্যবহুল ‘ফ্যাশন ক্যানভাস’
কান উৎসবে নাটালি পোর্টম্যানের মোহনীয় উপস্থিতি
কান উৎসবে নাটালি পোর্টম্যানের মোহনীয় উপস্থিতি
‘তাণ্ডব’–এর পূর্বাভাস দিলেন শাকিব-জয়া!
‘তাণ্ডব’–এর পূর্বাভাস দিলেন শাকিব-জয়া!
পুরস্কৃত ‘দেয়ালের দেশ’ চিত্রকর
পুরস্কৃত ‘দেয়ালের দেশ’ চিত্রকর