X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

‘প্রিয়তমা’র ট্রেলার প্রকাশ হয়নি কেন, জানালেন নির্মাতা

বিনোদন রিপোর্ট
২৯ জুন ২০২৩, ১১:৩০আপডেট : ২৯ জুন ২০২৩, ১৫:২৭

ঈদের অন্যতম আকর্ষণ হিসেবে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। সর্বাধিক ১০৫টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। তরুণ নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত এই ছবিতে জুটিবেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল।

মুক্তির আগে ‘প্রিয়তমা’র পোস্টার ও গান প্রকাশ হয়েছে। এসেছে ৩০ সেকেন্ডের ফার্স্টলুক টিজারও। কিন্তু প্রকাশ হয়নি ট্রেলার। এ কারণে অনেক ভক্তের মনে আক্ষেপ। কেননা, এই সময়ে ছবি মুক্তির আগে ট্রেলার প্রকাশ প্রায় আবশ্যক হয়ে গেছে। কিন্তু ‘প্রিয়তমা’ ভিন্ন পথে হাঁটলো কেন? সেই রহস্য এবার খোলাসা করলেন নির্মাতা হিমেল আশরাফ।

তিনি জানালেন, নিরুপায় হয়েই ট্রেলার প্রকাশ থেকে বিরত ছিলেন তারা। কারণ, ট্রেলার বানাতে গেলে ছবির কাজ ঠিকঠাকভাবে শেষ করতে পারতেন না। বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের সকালে হিমেল আশরাফ বললেন, “আজ থেকে ঠিক ৪৮ দিন আগে শুরু হয় ‘প্রিয়তমা’ সিনেমার শুটিং। টানা ১১টা ভিন্ন ভিন্ন লোকেশনে দিন রাত শুটিং, সঙ্গে এডিটিং চলতে থাকে বিরতিহীন। এক দিন, দুদিন করে ৩১ দিন শুটিং (সঙ্গে লোকেশন পরিবর্তনের জন্য ৯ দিন বিরতি) হয়ে যখন ক্যামেরা ক্লোজ হয়, তখন দরজায় কড়া নাড়ছে ঈদ।”

হিমেলের ভাষ্য, ‘একটা সিনেমার ট্রেলার বা টিজার করতে সময় লাগে, মিনিমাম ৩ থেকে ৪ দিন, খুব ভালো করতে এর বেশিও লাগে। ট্রেলার বা টিজার মানে শুধু সিনেমা থেকে কিছু শট এনে জোড়া দেওয়া না, এটার আলাদা একটা নির্মাণ প্রক্রিয়া আছে, নিজস্ব একটা স্টাইল আছে, যেটা মূল সিনেমা থেকে ভিন্ন। সমস্যা হলো আমি, সম্পাদক, মিউজিক ডিরেক্টর, কালারিস্ট, সাউন্ড ইঞ্জিনিয়ার সবাই তো মূল সিনেমাটি ঠিকঠাকভাবে শেষ করা নিয়ে ব্যস্ত। এখন আমি যদি একটা প্রোপার টিজার বা ট্রেলার বানাই, তাহলে আমাদের এই পুরো সম্পাদনা টিমের সবাইকে মূল সিনেমার কাজ বন্ধ রেখে ২-৩ দিন টিজার-ট্রেলারের কাজে ব্যস্ত থাকতে হতো। তাতে মূল সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ সুন্দরভাবে শেষ করা অসম্ভব ছিল।’

মূল সিনেমায় ফাঁকি দিয়ে দর্শককে ঠকানোর পক্ষে নন হিমেল আশরাফ। তাই ট্রেলার নয়, মনোযোগ দিয়েছিলেন সিনেমার মূল কাজে। তিনি বললেন, ‘আমাদের কাছে অপশন ছিল দুইটা। এক, সুন্দর একটা চকচকে টিজার বা ট্রেলার বানাতে গিয়ে মূল সিনেমায় ফাঁকি দেওয়া। যেটায় দর্শকদের ঠকানো হতো। দুই, মূল সিনেমার পোস্টের কাজ কোনও স্যাক্রিফাইস ছাড়া একদম ঠিকঠাক শেষ করতে গিয়ে দরকার হলে ট্রেলার-টিজার থেকে বিরত থাকা। সিনেমার মান সর্বোচ্চ বজায় রাখার জন্য আমাদের তাই টিজার এবং ট্রেলার নির্মাণ থেকে বিরত থাকতে হয়। আমরা শুধু ওই কন্টেন্ট দর্শকদের সামনে এনেছি, যেটা মূল সিনেমায় আছে, যেমন একাধিক গানের চিত্রায়ণ। একটা সিনেমার জন্য ট্রেলার-টিজার কতটা জরুরি, আমরা জানি, বুঝি। কিন্তু ট্রেলার-টিজার সাময়িক, সিনেমা আজীবনের। আমাদের তাই সিনেমাটাকেই প্রাধান্য দিতে হয়েছে।’

সবশেষে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শককে ‘প্রিয়তমা’ দেখার আহ্বান জানিয়েছেন এই নির্মাতা।

উল্লেখ্য, শাকিব-ইধিকা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
বিনোদন বিভাগের সর্বশেষ
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
সালমানের সঙ্গী হলেন রাশমিকা
সালমানের সঙ্গী হলেন রাশমিকা
বাবা হত্যার বিচার পেয়েও যে কারণে নিশ্চুপ লামিয়া
বাবা হত্যার বিচার পেয়েও যে কারণে নিশ্চুপ লামিয়া
তরুণ প্রযোজক-নির্মাতা রূহানের মরদেহ উদ্ধার
তরুণ প্রযোজক-নির্মাতা রূহানের মরদেহ উদ্ধার
বিতর্ক ছাপিয়ে ‘হীরামান্ডি’র রেকর্ড
বিতর্ক ছাপিয়ে ‘হীরামান্ডি’র রেকর্ড