X
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

বলিউডের সোনাল, টলিউডের পায়েল, আরও যারা শাকিবের ছবিতে

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৩, ১২:৫৮আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১২:৪৮

‘প্রিয়তমা’র আকাশচুম্বী সাফল্যের পর দম নিচ্ছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। সময় নিয়ে, বেছে নতুন প্রজেক্টে যুক্ত হতে চান। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ছবির ঘোষণা যদিও দেননি, তবে নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ নামের একটি ছবিতে কাজ করছেন বলে জানা যায়।

বেশ কিছু দিন ধরেই ‘দরদ’ নিয়ে চর্চা হচ্ছে। শাকিব ভক্তদের মাঝেও বিরাজ করছে উচ্ছ্বাস-উত্তেজনা। কারণ অনন্য মামুনের দাবি অনুসারে, এই ছবি বাংলাদেশের পাশাপাশি গোটা ভারতেও মুক্তি পাবে। আর শাকিবের বিপরীতে বলিউডের নায়িকাসহ আরও অনেক তারকার উপস্থিতি থাকবে।

মাঝে গুঞ্জন ছড়ায়, ‘দরদ’-এ শাকিবের নায়িকা হচ্ছেন জেরিন খান। তবে সর্বশেষ খবর অনুযায়ী, ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সোনাল চৌহান। ২০০৮ সালে ‘জান্নাত’ দিয়ে অভিষেক হওয়া এই অভিনেত্রীকেই দেখা যাবে ঢাকাই নবাবের বিপরীতে।

সোনাল চৌহানকে সর্বশেষ দেখা গেছে ‘আদিপুরুষ’ সিনেমায়। ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই ছবিতে তিনি কাজ করেছেন প্রভাস, কৃতি স্যানন, সাইফ আলি খানদের সঙ্গে।

সোনাল চৌহান শুক্রবার (৬ অক্টোবর) ‘দরদ’ সিনেমার আরও কয়েকজন অভিনয়শিল্পীর নাম প্রকাশ করেছেন নির্মাতা মামুন। তারা হলেন- ঢাকার মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী, ইমতু রাতিশ ও রিও; কলকাতা থেকে থাকছেন পায়েল সরকার ও দেবচন্দ্রিমা রায় এবং বলিউড থেকে আরও থাকছেন গুণী অভিনেতা রাজেশ শর্মা।

ছবি নিয়ে এখনই বেশি কিছু বলতে নারাজ মামুন। কেবনল এতটুকু বললেন, ‘পায়েল সরকারকে একজন সাহসী পুলিশ চরিত্রে দেখা যাবে। আর দেবচন্দ্রিমা হাজির হবেন একজন মডেলের ভূমিকায়। আরও অনেকের নাম জানানোর বাকি। বাংলাদেশ ও ভারতের অনেক শিল্পী থাকছেন। একটু সময় নিয়ে গুছিয়ে জানাতে চাই।’

‘দরদ’ সিনেমার অভিনয়শিল্পীদের একাংশ/ ছবি: অনন্য মামুনের ফেসবুক ‘দরদ’ সিনেমাটি নিয়ে গত কয়েক মাস ধরেই ভারতে ছুটোছুটি করছেন অনন্য মামুন। বাংলাদেশের পাশাপাশি ভারত থেকে এটি এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ প্রযোজনা করবে। বাংলার সঙ্গে হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় ছবিটি মুক্তি পাবে বলেও দাবি মামুনের। চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।

/কেআই/
সম্পর্কিত
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
অবশেষে অবসান...
অবশেষে অবসান...
বিনোদন বিভাগের সর্বশেষ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘ইকরি মিকরি’
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!
ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!