X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
তারকা যখন ভোটার

‘দুর্নীতি রোধ আর ট্রাফিক আইনের প্রতি সচেতনতা জরুরি’

মাহমুদ মানজুর
২২ ডিসেম্বর ২০২৩, ০০:০৯আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২৩:৩৫

তারকারাও ভোটার। সাধারণ মানুষের মতো তারাও উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে যান। সে ভাবনা থেকে জানতে চাওয়া, দ্বাদশ সংসদ নির্বাচনে কোন তারকার মনে কী মার্কা। অথবা কে কোন আসনের ভোটার। এবারের নির্বাচন নিয়ে ভাবছেনই বা কী! ঠিক এমন ১০টি সাধারণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতেই নানা অজুহাতে সচেতনভাবে এড়িয়ে গেছেন সিংহভাগ সিংহ তারকা! যেমন জয়া আহসান বলেছেন, তিনি রাজনৈতিক বিষয়ে কথা বলতে নারাজ! মিশা সওদাগর বললেন, নির্বাচনের সময় তিনি থাকবেন যুক্তরাষ্ট্রে। আবার পূর্ণিমা এগিয়ে একধাপ! বললেন, তার নাকি ভোটার হওয়ার বয়সই হয়নি এখনও! হাবিব ওয়াহিদের ভাষ্য, সুরের ভেলায় ভেসে বেড়ান বলে নির্বাচনের অভিজ্ঞতা তার নেই! তবে এর বাইরে সাত-পাঁচ না ভেবে যে ক’জন তারকা আগ্রহ দেখিয়েছেন এই ভোটের গল্পে নিজেকে জড়াতে, তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী-নির্মাতা হৃদি হক। পড়ুন তারসঙ্গে কথোপকথন- 

এক: এবারের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন...

হৃদি হক: ভালোই তো। 

দুই: কোন আসনের ভোটার আপনি?

হৃদি হক: ঢাকা-৮ আসনের।

তিন: ভোট দেবেন এবার?

হৃদি হক: ভোট হচ্ছে নাগরিকের অধিকার। যোগ্য নেতাকে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়ার অধিকার। তাই ভোটের অধিকার অবশ্য পালনীয়। আমি নিয়মিত ভোটকেন্দ্রে যাওয়া মানুষ।

হৃদি হক চার: আগেও ভোট দিয়েছেন, অভিজ্ঞতা কেমন?

হৃদি হক: ১৮ বছর হওয়ার পর থেকে যতবার সুযোগ এসেছে ততবার ভোট দিয়েছি, এবারও তার ব্যতিক্রম হবে না। অতীত অভিজ্ঞতা মন্দ নয়। 

পাঁচ: ভোটার হিসেবে কেন্দ্রে কেমন পরিবেশ চান এবার।

হৃদি হক: নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত কিছু, যেমন যানবাহনে আগুন সন্ত্রাস এবং মানুষ হত্যা, এমনকি অবুঝ শিশু আগুনে পুড়িয়ে হত্যা ভীষণভাবে কষ্ট দেয়- দিচ্ছে! তাই সচেতন নাগরিক হিসেবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ভোট কেন্দ্রে যেন সকলে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যাপারে সোচ্চার থাকা কাম্য।

ছয়: আপনার পছন্দের প্রার্থীর প্রতি এবারের প্রত্যাশা কী?

হৃদি হক: পছন্দের প্রার্থীর কাছে শুধু নয় সামগ্রিকভাবে আমি বলতে চাই দেশে অবকাঠামোগত যে দারুণ উন্নয়ন ঘটেছে, তার সুফল বয়ে আনার জন্য দুর্নীতি রোধ আর ট্রাফিক আইনের প্রতি সচেতনতা জরুরি।

আর ভীষণভাবে আমি যেটা বিশ্বাস করি, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নই পারে মানুষকে মানুষ করতে। প্রতিটি পদক্ষেপে নির্বাচিত সরকার এ ব্যাপারে বিশেষ দৃষ্টি দিলে আমরা একটা উন্নত অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে সম্মানের সাথে অবস্থান নিতে পারবো। 

হৃদি হক সাত: আপনার এলাকায় এবার কয়জন নির্বাচন করছে। তাদের চেনেন?

হৃদি হক: ঢাকা-৮ আসনের প্রার্থীদের মধ্যে আ ফ ম বাহাউদ্দীন নাছিম (আওয়ামী লীগ)- নৌকা, আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার (ইসলামী ঐক্যজোট)- মিনার, এম এ ইউসুফ (তৃণমূল বিএনপি)- সোনালী আঁশ, খন্দকার এনামুল নাছির (সুপ্রিম পার্টি)- একতারা, মো. আবুল কালাম জুয়েল (ন্যাশনাল পিপলস পার্টি)- আম, এস এম সরওয়ার (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)- মোমবাতি, মো. জুবের আলম খান (জাতীয় পার্টি)- লাঙ্গল, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ তরিকত ফেডারেশন)- ফুলের মালা, মো. সাইফুল ইসলাম (ন্যাশনালিস্ট ঐক্যফ্রন্ট)- টেলিভিশন, মো. রাসেল কবির (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট)- ছড়ি প্রতীক পেয়েছেন।

সবাইকে না চিনলেও প্রতীকসহ পুরো প্রার্থী তালিকা দিয়ে দিলাম!

আট: এবার বেশ ক’কজন শোবিজ তারকা প্রার্থী হয়েছেন বিভিন্ন আসনে, তাদের নিয়ে কিছু বলার আছে?

হৃদি হক: সবার জন্য শুভকামনা। এই সংখ্যা যতো বাড়বে ততোই মঙ্গল।

নয়: রাজনীতি নিয়ে আপনার কোনও ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি?

হৃদি হক: এখনও না।

দশ: তারকা হিসেবে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন…

হৃদি হক: নতুন এবং পুরনো ভোটার সবার কাছে আমার একটাই বলা যে, এ দেশ আপনার-আমার। আমাদের একটি ভোটে যে প্রার্থী নির্বাচিত হবার ক্ষেত্রে এগিয়ে যাবে তার হাতেই কিন্তু দেশের ভবিষ্যৎ। তাই গুজব ও ভীতি থেকে আমরা যদি ভোট দিতে না যাই, তাহলে ক্ষতি কিন্তু আমাদের তথা রাষ্ট্রের। চলুন ভোটকেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করি। হৃদি হক

/এমএম/
টাইমলাইন: তারকারা যখন ভোটার
০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
৩১ ডিসেম্বর ২০২৩, ০০:২৭
২৯ ডিসেম্বর ২০২৩, ০০:১২
২৪ ডিসেম্বর ২০২৩, ০০:২৮
২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০৯
২২ ডিসেম্বর ২০২৩, ০০:০৯
‘দুর্নীতি রোধ আর ট্রাফিক আইনের প্রতি সচেতনতা জরুরি’
সম্পর্কিত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
‘নির্বাচনে কে কত প্রভাবশালী, তা আমরা দেখবো না’
‘নির্বাচনে কে কত প্রভাবশালী, তা আমরা দেখবো না’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
বিনোদন বিভাগের সর্বশেষ
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!