X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
তারকা যখন ভোটার

‘দেশটা আমাদের, দোষটাও আমাদেরই’

মাহমুদ মানজুর
২৯ ডিসেম্বর ২০২৩, ০০:১২আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২৩:৩৩

তারকারাও ভোটার। সাধারণ মানুষের মতো তারাও উৎসাহ নিয়ে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার কথা। সে ভাবনা থেকে জানতে চাওয়া, কে কোন আসনের ভোটার। এবারের নির্বাচন নিয়ে ভাবছেনই বা কী! ঠিক এমন ১০ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতেই নানা অজুহাতে এড়িয়ে গেছেন সিংহভাগ সিংহ তারকা! যেমন জয়া আহসান বলেছেন, তিনি এসব বিষয়ে কথা বলতে নারাজ! মিশা সওদাগর বলেছেন, নির্বাচনের সময় তিনি থাকবেন যুক্তরাষ্ট্রে। আবার পূর্ণিমা এগিয়ে একধাপ! বললেন, তার নাকি ভোটার হওয়ার বয়সই হয়নি! হাবিব ওয়াহিদের ভাষ্য, সুরের ভেলায় ভেসে বেড়ান বলে নির্বাচনের অভিজ্ঞতা তার নেই! তবে সাত-পাঁচ না ভেবে যে ক’জন রাজনৈতিক সচেতন তারকা আগ্রহ দেখিয়েছেন এই ভোটের গল্পে, তাদের মধ্যে অন্যতম নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। পড়ুন তারসঙ্গে কথোপকথন-

এক: এবারের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন...

গিয়াস উদ্দিন সেলিম: আমার ধারণা নির্বাচনে প্রধান বিরোধী শক্তিটা আসলে ভালো লাগতো। এমনিতে ঠিকঠাকই আছে। তবে ওরা (বিএনপি) আসলে আরও জমজমাট হতো হয়তো। 

দুই: কোন আসনের ভোটার আপনি?

গিয়াস উদ্দিন সেলিম: ঢাকা-১০। ধানমন্ডি।

গিয়াস উদ্দিন সেলিম তিন: ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন তো এবার!

গিয়াস উদ্দিন সেলিম: অবশ্যই যাবো।

চার: আগেও ভোট দিয়েছেন, অভিজ্ঞতা কেমন?

গিয়াস উদ্দিন সেলিম: বেশ ভালো। কারণ, প্রতিনিধি নির্বাচন করতে ভালোই লাগে। যাকে ভোট দিয়েছি তিনি নির্বাচিত হলে তো খুব আনন্দ লাগে। এই জয়ে আমার সরাসরি লাভ-ক্ষতি নাই বটে, তবে নিখাদ একটা আনন্দ পাই। আর আমি নিশ্চয়ই খারাপ মানুষকে ভোট দেবো না, কারণ অতোটা খারাপ তো আমি নই!

পাঁচ: ভোটার হিসেবে কেন্দ্রে কেমন পরিবেশ চান এবার।

গিয়াস উদ্দিন সেলিম: উৎসবমুখর পরিবেশ চাই। ছোটবেলার একটা স্মৃতি বলি। আমার নানা একবার কমিশনারের ইলেকশন করেছিলেন। মার্কা ছিলো আম। মনে পড়ে, কী যে উৎসব হয়েছে তখন। এরপর থেকে নির্বাচন মানেই ওই স্মৃতিতে ফিরে যাই আমি। কিন্তু সেই উৎসবটা আর খুঁজে পাই না। তেমন একটি উৎসব ফিরে পেলে ভালোই লাগতো।

গিয়াস উদ্দিন সেলিম ছয়: এবার আপনার পছন্দের প্রার্থীর কাছে প্রত্যাশা কী?

গিয়াস উদ্দিন সেলিম: প্রত্যাশা একটাই, যারাই নির্বাচনে জিতবেন, তারা যেন দুর্নীতির বিরুদ্ধে একটু দাঁড়ান। এটা ঠিক করতে পারলে আমাদের আর পৃথিবীর কোনও শক্তি ঠেকাতে পারবে না। আমার মনে হয় এটাই আমাদের অগ্রযাত্রায় প্রধান বাধা। 

সাত: আপনার এলাকায় এবার ক’জন প্রার্থী নির্বাচন করছেন। তাদের চেনেন?

গিয়াস উদ্দিন সেলিম: চেনা কঠিন। তবে ভোটের আগে আগে বুঝে নেবো প্রার্থীদের ভাব-গতি। 

গিয়াস উদ্দিন সেলিম আট: এবার বেশ ক’জন শোবিজ তারকা প্রার্থী হয়েছেন, তাদের নিয়ে কিছু বলার আছে?

গিয়াস উদ্দিন সেলিম: যারা সিনেমা থেকে সংসদে যাবেন, তারা যেন চলচ্চিত্র মাধ্যম নিয়ে একটু আলাদা করে ভাবেন। যেন এটা আসলেই একটা ইন্ডাস্ট্রি হয়ে ওঠে। যেন সিনেমার জন্য সহজে লোন পাই, হলগুলো ঠিক হয়, মাল্টিপ্লেক্স বাড়ে। আরেকটি বিশেষ আবদার রাখতে চাই তাদের প্রতি, সিনেমার জন্য যে অনুদান দেওয়া হয় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার- দুটোই যেন একটু নিরপেক্ষ হয়।

নয়: রাজনীতি নিয়ে আপনার কোনও ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি?

গিয়াস উদ্দিন সেলিম: আছে। রাজনৈতিক সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে একটা সিনেমা বানাতে চাই।

গিয়াস উদ্দিন সেলিম দশ: তারকা নির্মাতা হিসেবে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন…

গিয়াস উদ্দিন সেলিম: এটুকুই বলা, দেশটা আমাদের। দোষটাও আমাদেরই। আর সেটা সমাধানও করতে হবে আমাদেরই। বিদেশি প্রভুদের দিকে আমরা আর না তাকাই। কারণ, তারা ঘর পোড়া না থামিয়ে আলু পোড়াতেই অভ্যস্ত। ফলে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এই নির্বাচনটাকে উৎসবমুখর করা। চলেন আমরা সবাই ভোট দিতে যাই দলে-বলে। আমরা যে আমাদের দেশ গঠনে বা সমস্যা সমাধানে একতাবদ্ধ, সেটা প্রমাণ করি আবার।

/এমএম/
টাইমলাইন: তারকারা যখন ভোটার
০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
৩১ ডিসেম্বর ২০২৩, ০০:২৭
২৯ ডিসেম্বর ২০২৩, ০০:১২
‘দেশটা আমাদের, দোষটাও আমাদেরই’
২৪ ডিসেম্বর ২০২৩, ০০:২৮
২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০৯
সম্পর্কিত
‘ওনার মতো ভালো মানুষ রাজনীতিতে আরও আসা উচিত’
তারকা যখন ভোটার‘ওনার মতো ভালো মানুষ রাজনীতিতে আরও আসা উচিত’
‘প্রথম যেবার ভোট দিয়েছিলাম, সেই পরিবেশটা চাই’
তারকা যখন ভোটার‘প্রথম যেবার ভোট দিয়েছিলাম, সেই পরিবেশটা চাই’
নিজেকে ক্ষমা করে দিলাম: চমক
নতুন বছরের ইশতেহারনিজেকে ক্ষমা করে দিলাম: চমক
‘প্রতিক্রিয়া সাইবেরিয়ার তুষারপাতের মতো ভীষণ শীতল’
তারকা যখন ভোটার‘প্রতিক্রিয়া সাইবেরিয়ার তুষারপাতের মতো ভীষণ শীতল’
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!