X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
তারকা যখন ভোটার

এবারই প্রথম ভোট দেবো: রায়হান রাফী

মাহমুদ মানজুর
৩১ ডিসেম্বর ২০২৩, ০০:২৭আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২৩:৩২

তারকারাও ভোটার। সাধারণ মানুষের মতো তারাও উৎসাহ নিয়ে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার কথা। সে ভাবনা থেকে জানতে চাওয়া, কে কোন আসনের ভোটার। এবারের নির্বাচন নিয়ে ভাবছেনই বা কী! ঠিক এমন ১০ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতেই নানা অজুহাতে এড়িয়ে গেছেন সিংহভাগ সিংহ তারকা! যেমন জয়া আহসান বলেছেন, তিনি এসব বিষয়ে কথা বলতে নারাজ! মিশা সওদাগর বলেছেন, নির্বাচনের সময় তিনি থাকবেন যুক্তরাষ্ট্রে। আবার পূর্ণিমা এগিয়ে একধাপ! বললেন, তার নাকি ভোটার হওয়ার বয়সই হয়নি! হাবিব ওয়াহিদের ভাষ্য, সুরের ভেলায় ভেসে বেড়ান বলে নির্বাচনের অভিজ্ঞতা তার নেই! তবে সাত-পাঁচ না ভেবে যে ক’জন রাজনৈতিক সচেতন তারকা আগ্রহ দেখিয়েছেন এই ভোটের গল্পে, তাদের মধ্যে অন্যতম নির্মাতা রায়হান রাফী। পড়ুন তারসঙ্গে কথোপকথন-

এক: এবারের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন...

রায়হান রাফী: প্রতিক্রিয়া তো মানুষের কাছ থেকে যেটা শুনছিলাম- কী হবে কী হবে একটা টেনশন ছিলো। যেভাবে দুশ্চিন্তা করেছে সবাই, তেমন খারাপ হয়নি পরিস্থিতি। যদিও খুব ভয়ে ভয়ে ছিলাম। সেই ভয়টা ক্রমশ কেটে যাচ্ছে, এটাই স্বস্তির জায়গা। কারণ, দেশ অস্থিতিশীল হলে আপনার আমার সবার জন্যই সেটা ক্ষতিকর। সবাইকে আসলে কাজ করে খেতে হয়।   

দুই: কোন আসনের ভোটার আপনি?

রায়হান রাফী: আমি গুলশান ১ এলাকার ভোটার। এটা ঢাকা কত আসন, সেটা নিশ্চিত না। ঢাকা ১৭ সম্ভবত।

রায়হান রাফী তিন: ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন তো এবার!

রায়হান রাফী: একটু দুশ্চিন্তায় আছি। ওই সময়টাতে (৭ জানুয়ারি) দেশের বাইরে যেতে পারি। তবে সেটা চূড়ান্ত কিছু নয়। চেষ্টায় আছি দেশে থাকার। দেশে থাকলে অবশ্যই ভোট কেন্দ্রে সকাল সকাল যাবো। কারণ, আমি বিশ্বাস করি ভোট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা দেশের জন্য, ভোটারের জন্য, প্রার্থীর জন্য এবং ভোটের জন্য; সবকিছুর জন্যই সমান দরকারি।

চার: আগেও ভোট দিয়েছেন নিশ্চয়ই, অভিজ্ঞতা কেমন?

রায়হান রাফী: না। এর আগে ভোট দেওয়া হয়নি আমার। আমি নতুন ভোটার। এবারই প্রথম ভোট দেবো।

রায়হান রাফী পাঁচ: ভোটার হিসেবে কেন্দ্রে কেমন পরিবেশ চান এবার।

রায়হান রাফী: উৎসবমুখর চাই। এটা তো আনন্দময় হওয়ার কথা। সেটাই চাই। ছোটবেলায় যেমন দেখতাম গ্রামে, নির্বাচন মানেই আনন্দ। সেই আনন্দটা চাই এবার।

ছয়: আপনার পছন্দের প্রার্থীর কাছে প্রত্যাশা কী?

রায়হান রাফী: পছন্দের প্রার্থী এখনও চূড়ান্ত করিনি। তবে প্রত্যাশা আছে। সেটি হলো তারা জয়লাভ করে যেন সত্যি সত্যি নাগরিক তথা দেশের মঙ্গলে কাজ করেন। এটলিস্ট দুর্নীতিটা চাই না।

রায়হান রাফী সাত: আপনার এলাকায় এবার ক’জন প্রার্থী নির্বাচন করছেন। তাদের চেনেন?

রায়হান রাফী: ঠিক জানি না। খোঁজ নেবো, এ বছরটা (২০২৩) সুন্দরভাবে যাক। এরপর চেনার চেষ্টা করবো। না চিনলে ভোট দেবো কিভাবে! 

আট: এবার বেশ ক’জন শোবিজ তারকা প্রার্থী হয়েছেন, তাদের নিয়ে কিছু বলার আছে?

রায়হান রাফী: সবার জন্য শুভকামনা। সবাই আমার পছন্দের মানুষ। আমরা একই পরিবারের মানুষ। আশা করছি তারা জয়ী হবেন।

রায়হান রাফী নয়: রাজনীতি নিয়ে আপনার কোনও ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি?

রায়হান রাফী: রাজনীতি আসলে আমার জন্য না। আমি সিনেমা নিয়েই থাকবো।

দশ: তারকা নির্মাতা হিসেবে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন…

রায়হান রাফী: একটাই বলা, ভোট খুবই দরকারি বিষয়। অবশ্যই যথাসময়ে সঠিক কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন। আপনার পছন্দের প্রতিনিধি নির্বাচন করুন। অন্যের কথায় প্ররোচিত হবেন না। আমিও হবো না। রায়হান রাফী

/এমএম/
টাইমলাইন: তারকারা যখন ভোটার
০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
৩১ ডিসেম্বর ২০২৩, ০০:২৭
এবারই প্রথম ভোট দেবো: রায়হান রাফী
২৯ ডিসেম্বর ২০২৩, ০০:১২
২৪ ডিসেম্বর ২০২৩, ০০:২৮
২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০৯
সম্পর্কিত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সরে আটকে আছে রাফীর ‘অমীমাংসিত’, রিয়াজের দুঃখপ্রকাশ
সেন্সরে আটকে আছে রাফীর ‘অমীমাংসিত’, রিয়াজের দুঃখপ্রকাশ
হলিউডকে পাশ কাটিয়ে সিনেপ্লেক্সে ফের ‘পরাণ’
হলিউডকে পাশ কাটিয়ে সিনেপ্লেক্সে ফের ‘পরাণ’
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!