X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১
তারকা যখন ভোটার

কে কোন আসনের ভোটার, জানেন কি

বিনোদন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৪২

বরাবরের মতো পাঁচ বছর পর আজ (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নানা আলোচনা-সমালোচনা পেরিয়ে শেষ পর্যন্ত এতে অংশ নিচ্ছে ২৮টি দল। ৩০০ আসনের বিপরীতে দলীয় প্রার্থী হয়েছেন ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র লড়ছেন ৪৩৬ জন। নির্বাচনে সাধারণ মানুষের মতো তারকারাও ভোট দেন, দেবেন। কিন্তু কে কোন আসনের ভোটার, বেশ কয়েকজন তারকার সঙ্গে কথা বলে সেই তথ্য খুঁজেছে বাংলা ট্রিবিউন।

‘মনপুরা’ খ্যাত গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ধানমন্ডির বাসিন্দা। অর্থাৎ ঢাকা-১০ আসনের ভোটার। ভোট নিয়ে ছোট বার্তা, ‘অবশ্যই ভোট দিতে যাবো। আগেও ভোট দিয়েছি, অভিজ্ঞতা বেশ ভালো। কারণ প্রতিনিধি নির্বাচন করতে ভালোই লাগে।’

‘আয়নাবাজি’ নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী উত্তরার বাসিন্দা। সে হিসেবে ঢাকা-১৮ আসনের ভোটার তিনি। তার ছোট্ট মন্তব্য, ‘ভোট দিতে যাবো। আগেও প্রতিবার ভালোভাবে ভোট দিয়েছি।’

একই আসনের ভোটার গায়িকা আঁখি আলমগীর। ভোটের দিন অর্থাৎ ৭ জানুয়ারি আবার তার জন্মদিন। তিনি বললেন, ‘প্রতিবারই আমি ভোট দিই। এবারও দেবো। রিকশায় চেপে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দেবো। বিষয়টি আমার কাছে ঈদের আনন্দের মতো।’

‘মহানগর’ খ্যাত নির্মাতা আশফাক নিপুণ জানালেন, তিনি চট্টগ্রাম-৯ আসনের ভোটার। অতীতে ভোট দিলেও এবার তিনি ব্যালট পেপার হাতে তুলছেন না। অতীতে ভোট দেওয়া প্রসঙ্গে তার মন্তব্য, ‘অভিজ্ঞতা ভালো। দেওয়ার পরের অভিজ্ঞতা মৃদুমন্দ।’

এবার প্রথম ভোট দেওয়ার কথা ছিল হালের হিট নির্মাতা রায়হান রাফীর। কিন্তু ঢাকায় না থাকার কারণে সেটা সম্ভব হচ্ছে না। তবে তিনি জানালেন, ‘আমি গুলশান ১ এলাকার ভোটার। ঢাকা-১৭ সম্ভবত।’

অভিনেত্রী তমা মির্জা ঢাকা-১১ আসনের ভোটার। তিনি বলেছেন, ‘আমি বাড্ডার নাগরিক। এটা ঢাকা-১১ আসনের মধ্যে পড়েছে। আগে একবার ভোট দিতে গিয়েছিলাম। কিন্তু কোনও কারণে দেওয়া হয়নি। এবার দেওয়ার ইচ্ছে আছে।’

অভিনেতা সাজু খাদেম জানালেন, তিনি ঢাকা-১৩ আসনের ভোটার। অতীত অভিজ্ঞতা টেনে তিনি বলেন, ‘এবারও অবশ্যই ভোট দেবো। আগের অভিজ্ঞতা খুব ভালো। ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোট আমিই দিয়েছি।’

এবার ভোটের মাঠে প্রার্থী হলেন এই তারকারা ঢাকা-১০ আসনের ভোটার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ভোট দেওয়া প্রসঙ্গে দৃঢ় কণ্ঠে বললেন, ‘অবশ্যই ভোট দেবো। আমি মনে করি প্রতিটা ভোটারেরই ভোট দেওয়া উচিত। ৫ বছর আগে প্রথম ভোটার হই। তখনও ভোট দিতে গিয়েছি আমি। এবারও যাবো।’

একই আসনের ভোটার চিত্রনায়িকা অধরা খান। এই আসনে প্রার্থীর তালিকায় আছেন চিত্রনায়ক ফেরদৌস। ফলে কিঞ্চিৎ বেশিই উচ্ছ্বসিত অধরা। তিনি বললেন, ‘আমি নিউমার্কেট এলাকায় থাকি। ঢাকা-১০ আসনের ভোটার। আগে ভোট দেওয়া হয়নি। এবার প্রথম ভোট দেবো।’

চিত্রনায়ক ইমন ঢাকা-১৮ আসনের ভোটার। থাকেন বসুন্ধরা আবাসিক এলাকায়। তিনি বলেছেন, ‘অবশ্যই ভোট দিতে যাবো। আগেও দিয়েছি। ভোট দিতে আমার ভালো লাগে। তাছাড়া এটা তো আমার অধিকার।’

অভিনেত্রী মৌসুমী হামিদ সাতক্ষীরা-১ আসনের ভোটার। ভোট দেওয়ার জন্য তিনি কাজ থেকে ছুটি নিয়ে গ্রামে গেছেন। তার ভাষ্য, ‘ভোট দেবো। সে জন্যই গ্রামে আসা। আর আমি প্রথম ভোট দিয়েছিলাম ২০০৮ সালে। অভিজ্ঞতা বরাবরই ভালো।’

এদিকে ঢাকা-৮ আসনের ভোটার অভিনেত্রী-নির্মাতা হৃদি হক। ভোট দেওয়া প্রসঙ্গে তার প্রতিক্রিয়া এমন, ‘ভোট হচ্ছে নাগরিকের অধিকার। যোগ্য নেতাকে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়ার অধিকার। তাই ভোটের অধিকার অবশ্য পালনীয়। আমি নিয়মিত ভোটকেন্দ্রে যাওয়া মানুষ। এবারও যাচ্ছি।’

জনপ্রিয় সঞ্চালক শ্রাবণ্য তৌহিদা ঢাকা-১১ আসনের ভোটার । ভোট প্রসঙ্গে তার মন্তব্য এমন, ‘যাবো মানে, কেন্দ্রে যাওয়ার অপেক্ষায় আছি। সেদিন ভোট ছাড়া আর কোনও কাজ রাখিনি।’

/কেআই/এমএম/
টাইমলাইন: তারকারা যখন ভোটার
০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
কে কোন আসনের ভোটার, জানেন কি
৩১ ডিসেম্বর ২০২৩, ০০:২৭
২৯ ডিসেম্বর ২০২৩, ০০:১২
২৪ ডিসেম্বর ২০২৩, ০০:২৮
২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০৯
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
কলিম শরাফীর জন্মশতবার্ষিকীতে শর্মিলার অ্যালবাম
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
‘চুম্বন’ দৃশ্য প্রসঙ্গে বিস্ফোরক এমিলি ব্লান্ট!
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর
বিচ্ছেদ নয়, যে কারণে বিয়ের ছবি মুছলেন রণবীর