X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
তারকা যখন ভোটার

‘একবার থাইল্যান্ড থেকে ঢাকায় নেমেই কেন্দ্রে গেছি’

মাহমুদ মানজুর
২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২৩:৩৩

তারকারাও ভোটার। সাধারণ মানুষের মতো তারাও উৎসাহ নিয়ে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার কথা। সে ভাবনা থেকে জানতে চাওয়া, কে কোন আসনের ভোটার। এবারের নির্বাচন নিয়ে ভাবছেনই বা কী! ঠিক এমন ১০ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতেই নানা অজুহাতে এড়িয়ে গেছেন সিংহভাগ সিংহ তারকা! যেমন জয়া আহসান বলেছেন, তিনি এসব বিষয়ে কথা বলতে নারাজ! মিশা সওদাগর বলেছেন, নির্বাচনের সময় তিনি থাকবেন যুক্তরাষ্ট্রে। আবার পূর্ণিমা এগিয়ে একধাপ! বললেন, তার নাকি ভোটার হওয়ার বয়সই হয়নি! হাবিব ওয়াহিদের ভাষ্য, সুরের ভেলায় ভেসে বেড়ান বলে নির্বাচনের অভিজ্ঞতা তার নেই! তবে সাত-পাঁচ না ভেবে যে ক’জন রাজনৈতিক সচেতন তারকা আগ্রহ দেখিয়েছেন এই ভোটের গল্পে, তাদের মধ্যে অন্যতম সঞ্চালক-চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা। পড়ুন তারসঙ্গে নির্বাচনী আলাপ-

এক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন...

শ্রাবণ্য তৌহিদা: আমার প্রতিক্রিয়া বরাবরই আনন্দের। জাতীয় নির্বাচন মানেই উৎসবমুখর বিষয়। পাঁচ বছর পর পর এমন উপলক্ষ আসে। যেখানে যোগ্য প্রার্থীদের জয়ী করতে আমরা ভোট দিতে যাই দলে দলে।

দুই: কোন আসনের ভোটার আপনি?

শ্রাবণ্য তৌহিদা: আমি ঢাকা-১১ আসনের ভোটার।

শ্রাবণ্য তৌহিদা তিন: ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন তো এবার!

শ্রাবণ্য তৌহিদা: যাবো মানে, কেন্দ্রে যাওয়ার অপেক্ষায় আছি। সেদিন ভোট ছাড়া আর কোনও কাজ রাখিনি। 

চার: আগেও ভোট দিয়েছেন, অভিজ্ঞতা কেমন?

শ্রাবণ্য তৌহিদা: অভিজ্ঞতা ভালো। সবার সঙ্গে দেখা হয়, রাস্তা ফাঁকা থাকে। অনেক মজা করেছি প্রতিবারই। এমনকি আমি একবার থাইল্যান্ড থেকে ঢাকায় নেমেই ৪টার মধ্যে দৌড়ে কেন্দ্রে গেছি ভোট দেওয়ার জন্য।

পাঁচ: ভোটার হিসেবে কেন্দ্রে কেমন পরিবেশ চান এবার।

শ্রাবণ্য তৌহিদা: সবসময়ই শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ চাই। যেখানে মনের আনন্দে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সবাই।

শ্রাবণ্য তৌহিদা ছয়: আপনার পছন্দের এবারের প্রার্থীর প্রতি প্রত্যাশা কী?

শ্রাবণ্য তৌহিদা: প্রত্যাশা এলাকার উন্নয়ন। আগেও হয়েছে, তবে সেটার ধারাবাহিকতা এবারও চাই। এটাও চাই তিনি যেন সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থাকেন।

সাত: আপনার এলাকায় এবার ক’জন প্রার্থী নির্বাচন করছেন। তাদের চেনেন?

শ্রাবণ্য তৌহিদা: দুজন নির্বাচন করছেন যতদূর জানি। জাতীয় পার্টি থেকে শামীম আহমেদ এবং আওয়ামী লীগ থেকে ওয়াকিল উদ্দিন। একজনকেও আমি পারসোনালি চিনি না। তবে তাদের সম্পর্কে অলরেডি খোঁজ খবর নিয়েছি। যোগ্য প্রার্থীকেই ভোট দেবো। দুশ্চিন্তা করবেন না।

শ্রাবণ্য তৌহিদা আট: এবার বেশ ক’কজন শোবিজ তারকা প্রার্থী হয়েছেন, তাদের নিয়ে কিছু বলার আছে?

শ্রাবণ্য তৌহিদা: এবার শোবিজ থেকে অনেকেই নির্বাচনের আগ্রহ দেখিয়েছেন। এরমধ্যে চূড়ান্ত নির্বাচনে আছেন যে ক’জন, তাদের প্রত্যেককেই আমরা চিনি। এটা ভালো একটা দিক। শোবিজের মানুষরা যতো বেশি নির্বাচিত হবে, ততোই আমাদের জন্য স্বস্তির। তাদের মাধ্যমে দেশে কালচারাল ডেভেলপমেন্ট হবে, সেটাই প্রত্যাশা করি।

এবার আরও বেশি এক্সাইটেড, কারণ দুজন দেশসেরা ক্রিকেটার নির্বাচন করছেন। যেহেতু আমি স্পোর্টস রিলেটেড শো করি বেশি, তাই এই দিকেও আমার আগ্রহ অনেক। আমার খুব দেখার ইচ্ছে, দু’জনে এবার কেমন করেন। আমি প্রত্যাশা করি, ক্রিকেটের এই দুজন যদি আইন প্রণেতা হিসেবে সংসদে বসেন, তবে তারা দেশের ক্রিকেট তথা স্পোর্টস নিয়ে আরও ভাববেন। 

শ্রাবণ্য তৌহিদা নয়: রাজনীতি নিয়ে আপনার কোনও ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি?

শ্রাবণ্য তৌহিদা: কোনও পরিকল্পনা নেই এখনও। তবে ছোটবেলা থেকেই আমার মধ্যে লিডারশিপ বিষয়টি আছে, যেটা অনেকেই বলেন। আমি মনে করি না, দেশের মানুষের সেবা করার জন্য বা ভালো কাজ করার জন্য রাজনীতিতে যেতেই হবে। তবে যদি রাজনীতিতে যাই, তখন চেষ্টা করবো মানুষের জন্য কাজ করতে। আর না গেলেও ভালো কাজ করার আরও অনেকগুলো রাস্তা আছে। আমি সে পথেই হাঁটবো। 

দশ: তারকা সঞ্চালক ও চিকিৎসক হিসেবে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন…

শ্রাবণ্য তৌহিদা: অবশ্যই আপনার মূল্যবান ভোটটি যাকে খুশি তাকে দেবেন। অনুরোধ করবো, ভোটকেন্দ্রে যাবেন। কারও কথা শুনে অন্ধের মতো ভোট দেবেন না। নিজের পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন। এটাই সবার প্রতি আমার প্রত্যাশা। শ্রাবণ্য তৌহিদা

/এমএম/
টাইমলাইন: তারকারা যখন ভোটার
০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
৩১ ডিসেম্বর ২০২৩, ০০:২৭
২৯ ডিসেম্বর ২০২৩, ০০:১২
২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০৫
‘একবার থাইল্যান্ড থেকে ঢাকায় নেমেই কেন্দ্রে গেছি’
২৪ ডিসেম্বর ২০২৩, ০০:২৮
২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০৯
সম্পর্কিত
‘ওনার মতো ভালো মানুষ রাজনীতিতে আরও আসা উচিত’
তারকা যখন ভোটার‘ওনার মতো ভালো মানুষ রাজনীতিতে আরও আসা উচিত’
‘প্রথম যেবার ভোট দিয়েছিলাম, সেই পরিবেশটা চাই’
তারকা যখন ভোটার‘প্রথম যেবার ভোট দিয়েছিলাম, সেই পরিবেশটা চাই’
নিজেকে ক্ষমা করে দিলাম: চমক
নতুন বছরের ইশতেহারনিজেকে ক্ষমা করে দিলাম: চমক
‘প্রতিক্রিয়া সাইবেরিয়ার তুষারপাতের মতো ভীষণ শীতল’
তারকা যখন ভোটার‘প্রতিক্রিয়া সাইবেরিয়ার তুষারপাতের মতো ভীষণ শীতল’
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…