X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ভাগ্নির বলিউড অভিষেকে আপ্লুত অক্ষয়

বিনোদন ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:২১

চলতি বছর হতে যাচ্ছে বলিউড তারকাদের সন্তান, আত্মীয়-পরিজনের ‘বলিউড অভিষেক’- এর বছর। একদিকে রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানি ও অজয় দেবগনের ভাগ্নে আমন দেবগন ‘আজাদ’ ছবিতে ডেবিউ করছেন। অন্যদিকে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান ‘সারজামিন’ সিনেমা দিয়ে ডেবিউ করছেন এ বছরেই। 

অভিষেকের দৌঁড়ে আছেন অক্ষয় কুমারের ভাগ্নি সিমার ভাটিয়া। শ্রীরাম রাঘবন পরিচালিত, অগস্ত্য নন্দর পাশাপাশি ‘ইক্কিস’ সিনেমায় অভিনয় করবেন তিনি। 

ভারতীয় এক গণমাধ্যম, ২০২৫ সালে বলিউডের সিনেমায় অভিষিক্তদের নিয়ে একটি ফিচার করেছে। এখানে উঠে এসেছে অক্ষয়ের ভাইজি সিমারের নামও। 

ভাগ্নির এই খবরে উচ্ছ্বসিত মামা অক্ষয়। তিনি ফিচারটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘আমার মনে আছে, প্রথমবার যখন পত্রিকার প্রচ্ছদে আমার ছবি দেখেছিলাম, মনে হয়েছিলো এর চেয়ে সুখের আর কিছু হতে পারে না। কিন্তু আজ বুঝলাম, এখানে নিজের সন্তানের (ভাইজি সিমার) ছবি দেখে যে আনন্দ, তা সবকিছুকে হার মানায়।’

বোঝাই যাচ্ছে, অক্ষয় একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি তার মা অর্থাৎ সিমারের দাদীকে স্মরণ  করেছেন। তিনি লিখেছেন, “আমার মা যদি আজ এখানে থাকতেন তাহলে তিনি বলতেন ‘সিমার পুত্তর, তু তো কামাল হ্যায় (প্রিয় সিমার, তুমি দারুণ একটি কাজ করেছো)।” 

এরপর সিমারকে আশীর্বাদ করে অক্ষয় লিখেছেন, ‘তোমাকে আশীর্বাদ করি বাচ্চা, এই আকাশ তোমার।’ সিমারও মামাকে পাল্টা উত্তর দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এর কারণ তুমি আকাশ রক্ষা করছো। তোমাকে ভালবাসি।’

সিমার অবশ্য এখানে আকাশ রক্ষা করা বলতে অক্ষয়ের নতুন সিনেমা ‘স্কাইফোর্স’- এর কথা উল্লেখ করেছেন।  

বলা প্রয়োজন, সিমার অক্ষয় কুমারের বোন অলকা ভাটিয়ার মেয়ে। অলকা পেশায় একজন প্রযোজক।

সূত্র: এনডি টিভি   

/সিবি/
সম্পর্কিত
মুক্তির আগেই কোটি টাকার ঘরে ‘স্কাই ফোর্স’  
মুক্তির আগেই কোটি টাকার ঘরে ‘স্কাই ফোর্স’  
অবশেষে শাহরুখ-অক্ষয়ের মোলাকাত!
অবশেষে শাহরুখ-অক্ষয়ের মোলাকাত!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
বলিউড: ঈদের ছবি কেমন চলছে
বলিউড: ঈদের ছবি কেমন চলছে
বিনোদন বিভাগের সর্বশেষ
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
তাদের বিচারে সেরা পারফর্মার
তাদের বিচারে সেরা পারফর্মার
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
গানে নিয়মিত হচ্ছেন কুমার বিশ্বজিৎ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
আবুল হায়াতের নাট্যরূপে তৌকীর আহমেদ
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার
রবীন্দ্রজয়ন্তীতে জয়িতার উপহার