X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৬, ০৯:৩১আপডেট : ২৩ মে ২০১৬, ১২:৫৫
image

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ স্পষ্ট করে বলেছেন, ড্রোন হামলার মধ্য দিয়ে পাকিস্তানের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে।

শনিবার পাকিস্তান-আফগান সীমান্ত এলাকায় মার্কিন ড্রোন হামলায় তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর নিহত হন বলে তালেবানের এক জ্যেষ্ঠ নেতার পক্ষ থেকে নিশ্চিত করা হয়। এর প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান জানালো ইসলামাবাদা। 

এই গাড়িতেই চালানো হয় ড্রোন হামলা

লন্ডনে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, হামলার আগে তাকে জানানো হয়নি। নওয়াজ শরীফ সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন।’ নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, হামলার পর পাকিস্তান কর্তৃপক্ষকে জানানো হয়।  

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন ড্রোন হামলায় নিহত গাড়ি চালকের পরিচয় পাওয়া গেছে এবং তার নাম মোহাম্মদ আজম। এ ছাড়া নিহত দ্বিতীয় ব্যক্তির পরিচয় যাচাই করে দেখা হচ্ছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘মার্কিন কর্তৃপক্ষ ড্রোন হামলার পর এ বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে জানায়। বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান আবারও এই ড্রোন হামলায় তার সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে। অতীতেও এ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘পাকিস্তান, আফগানিস্তান, চীন এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত চারপক্ষীয় জোট গত বুধবার শেষ দফা বৈঠকে বসেছিল। এতে কাবুল সরকার এবং তালেবানের মধ্যে আলোচনা কিভাবে শুরু করা যায় তা নিয়ে কথা হয়। এ ছাড়া ওই জোট সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল, রাজনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের নিষ্পত্তি করাই আফগানিস্তানে স্থায়ী শান্তির একমাত্র পথ।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই হামলাকে যথার্থ মার্কিন প্রতিক্রিয়া বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘যদি জনগণ শান্তির পথে থাকতে চায়, আর তাদের প্রতিনিয়ত ভীতি প্রদর্শন এবং বোমা হামলা চালাতে থাকে, তাহলে আমাদের পাল্টা জবাব না দেওয়া ছাড়া কিছুই করার থাকে না। আর আমরা তা সঠিকভাবেই করেছি।’

সূত্র: দ্য গার্ডিয়ান, ডন।

আরও পড়ুন: 

মোল্লা মনসুর নিহতের খবর নিশ্চিত করল তালেবান

দুর্ভিক্ষের মুখে আফ্রিকার ৫ কোটি মানুষ

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৬০,০০০ কারাবন্দির প্রাণহানি: পর্যবেক্ষক সংস্থা

/এসএ/বিএ/

সম্পর্কিত
রাইসির জন্য খামেনির প্রার্থনা
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
সর্বশেষ খবর
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...