X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

দুর্ভিক্ষের মুখে আফ্রিকার ৫ কোটি মানুষ

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৬, ১৫:০০আপডেট : ২২ মে ২০১৬, ১৫:১৯
image

এল নিনোর প্রভাবে ফসলের ফলন ব্যাহত হওয়ায় আফ্রিকার ৫ কোটি মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার। সময় মতো সাহায্য না পৌঁছালে দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে আফ্রিকার ওই ৫ কোটি মানুষ।

উল্লেখ্য, এল নিনো হচ্ছে সমুদ্রের উপরিভাগের জলের তাপমাত্রার একটি নিরবচ্ছিন্ন পরিবর্তন।  পূর্ব-কেন্দ্রীয় গ্রীষ্মমণ্ডলীয় শান্ত সমুদ্রের জলের গড়পড়তা তাপমাত্রায় যখন কমপক্ষে ০.৫° সেলসিয়াস হ্রাস-বৃদ্ধি হয় তখনকার পরিস্থিতিকে এল নিনো বলে বিবেচনা করা হয়৷ ২ থেকে ৭ বছর পরপর এমন অবস্থার সৃষ্টি হয়। ২০১৫ সালকে সবচেয়ে উষ্ণতম বছরে পরিণত করতে ভূমিকা রেখেছে এল নিনো। এ বছরে প্যারাগুয়ে, আর্জেন্টিনা আর ব্রাজিলের ভয়াবহ বন্যা এবং উত্তর গোলার্ধের ভয়াবহ উষ্ণতাও এল নিনোরই ফলাফল।

দুর্ভিক্ষের মুখোমুখি আফ্রিকা

এল নিনোর প্রভাবে টানা দ্বিতীয় বছরের মতো তীব্র খরার সম্মুখীন আফ্রিকাও। মহাদেশটির দক্ষিণ এবং পূর্বাঞ্চল সবচেয়ে বেশি আক্রান্ত। এসব এলাকার ফসল প্রায় সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। খাদ্যের মূল্য বেড়ে যাওয়া এবং পানীয় জলের উৎস শুকিয়ে পড়ায় এসব এলাকার প্রায় ৩ কোটি ১০ লাখ মানুষের এখনই খাদ্যের প্রয়োজন। এছাড়া আরও প্রায় ২ কোটি মানুষের কাছে থাকা খাদ্য শস্য চলতি বছরের মধ্যেই শেষ হয়ে যাবে।

জাতিসংঘ জানিয়েছে, ইথিওপিয়ায় আরও ১ কোটি, দক্ষিণ সুদানে ৬০ লাখ এবং ইয়েমেনে ৫০ লাখ মানুষ খরা এবং বন্যার কারণে অনাহারে রয়েছেন।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এল নিনো আগামী মাসে শেষ হতে চলেছে। তবে তার প্রভাব আরও বেশ কয়েক মাস ধরে থাকবে।

জাতিসংঘের মানবতা বিষয়ক প্রধান স্ট্যাফেন ও’ব্রায়েন বলেন, ‘এল নিনো পৃথবীর সবচেয়ে বড় বিপর্যয়গুলোর একটি। এর প্রভাবে কয়েক কোটি মানুষ আক্রান্ত, অথচ এ নিয়ে তেমন কোনও তৎপরতা দেখা যায় না।’ তিনি আরও জানান, আফ্রিকার দক্ষিণাঞ্চলের প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষের এখনই ত্রাণ সহায়তা প্রয়োজন।

এল নিনোর কারণে মালাওয়ি, মোজাম্বিক, লেসোথো, জিম্বাবুয়ে, নামিবিয়া, মাদাগাস্কার, অ্যাঙ্গোলা এবং সোয়াজিল্যান্ডে ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার সাতটি প্রদেশ, বতসোয়ানা, কেনিয়া, সোমালিয়া এবং কঙ্গোও ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন: 

মোল্লা মনসুর নিহতের খবর নিশ্চিত করল তালেবান

তালেবান প্রধান নিহতের দাবি যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৬০,০০০ কারাবন্দির প্রাণহানি: পর্যবেক্ষক সংস্থা

/এসএ/বিএ/

সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান
সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
নেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
যুদ্ধাপরাধের অভিযোগনেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু