X
বুধবার, ১৪ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বহু শরণার্থীর প্রাণহানির আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৬, ০৯:২৬আপডেট : ২৭ মে ২০১৬, ১০:২৬

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বহু শরণার্থীর প্রাণহানির আশঙ্কা লিবিয়া উপকূল থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বহু শরণার্থীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ইইউ ন্যাভাল ইউনিট নৌকাডুবির পর লিবিয়া উপকূল থেকে অন্তত ৭৭ জন শরণার্থীকে উদ্ধার করেছে। নৌকায় থাকা শরণার্থীদের মধ্যে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, শতাধিক শরণার্থীর মৃত্যু হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সমুদ্র পথে শরণার্থীদের ইউরোপ যাওয়া ঠেকাতে গঠিত ইইউ ন্যাভাল ইউনিট ও ইতালির কোস্টগার্ড উপকূল থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে নৌকাডুবির ঘটনাস্থলে গিয়ে শরণার্থীদের উদ্ধার করে। আশঙ্কা করা হচ্ছে, প্রাণহানির সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে।

ইতালির কোস্টগার্ড ৫ জন মৃত্যুর কথা জানালেও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আশঙ্কা করছে নিহতের সংখ্যা আরও অনেক বেশি হবে।

উদ্ধার অভিযান অব্যাহত আছে জানিয়ে ইইউ ন্যাভাল ইউনিটের মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্টোনেলো রেনজিস সোনিনো জানান, নিহতের সংখ্যা ২০ থেকে ৩০ জন হতে পারে। পানিতে লাইফ জ্যাকেট ছুড়ে শরণার্থীদের উদ্ধার করা হচ্ছে।

এর আগে বুধবার ইতালির নৌ বাহিনী এক নৌকাডুবির পর ৫৬২ জন শরণার্থীকে উদ্ধার করে।

এ বছর ইতোমধ্যে ৩০ হাজারেরও বেশি শরণার্থী লিবিয়া থেকে ইতালিতে পৌঁছেছেন। মার্চ মাসে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ইয়েভেস লে ড্রায়ান জানান, ইউরোপ পাড়ি দেওয়ার জন্য অন্তত ৮ লাখ শরণার্থী লিবিয়ায় অপেক্ষা করছেন। এদের বেশির ভাগই সোমালিয়া, সুদান ও ইরিত্রিয়ার নাগরিক।

ইউরোপে শরণার্থীদের স্রোত ঠেকাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার জন্য ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করেছে। চলতি মাসের শুরুতে, ব্রিটিশ সংসদীয় কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় মানবপাচার রোধে ইইউর নৌ মিশন ব্যর্থ হয়েছে। নৌ মিশনে কারণে শুধু পাচারকারীরা তাদের কৌশল পাল্টেছেন। সূত্র: বিবিসি।

আরও পড়ুন:

 

/এএ/

সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন আলোচনাতুরস্ক যাচ্ছেন ট্রাম্পের দূতরা, পুতিনের অংশগ্রহণ অনিশ্চিত
২০২২ সালের রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কেন ভেস্তে গিয়েছিল?
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
সর্বশেষ খবর
রেস্টুরেন্ট থেকে বের করে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
রেস্টুরেন্ট থেকে বের করে চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
পাকিস্তান সফরের জন্য সরকারের ছাড়পত্রের অপেক্ষায় বিসিবি
পাকিস্তান সফরের জন্য সরকারের ছাড়পত্রের অপেক্ষায় বিসিবি
‘মেসেজ দিতে রিকশা ভাঙা হয়েছিল, আয়ের বিকল্প ব্যবস্থা করা হবে’
‘মেসেজ দিতে রিকশা ভাঙা হয়েছিল, আয়ের বিকল্প ব্যবস্থা করা হবে’
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন
জীববৈচিত্র্য বনাম জীবিকা: সেন্টমার্টিনে টানাপড়েন