X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:১০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:১৩

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে আতিথ্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুডো এমন একটি সময় মার্কিন সফরে যাচ্ছেন যখন বাণিজ্য ও অভিবাসন নিয়ে এ দুই প্রতিবেশী দেশের অবস্থান বিপরীত। হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শেন স্পাইসার এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রীর মার্কিন সফরের খবর নিশ্চিত করেছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুই দেশের মধ্যেকার সম্পর্ককে জোরদার করার লক্ষ্যেই গঠনমূলক আলোচনা করবেন।’
মার্কিন সফর প্রসঙ্গে টুইটারে ট্রুডো লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে শক্তিশালী বন্ধন আমাদের দুই দেশেরই মধ্যবিত্ত শ্রেণির জন্য সহায়ক। ওই সম্পর্ক ধরে রাখতেই সোমবার আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছি।’
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যেকার বাণিজ্য চুক্তি নাফটার ধারাগুলোকে নতুন করে পর্যালোচনা বা এই চুক্তিকে বাতিল করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই চুক্তিকে মার্কিন কর্মসংস্থানের জন্য ‘বিপর্যয়কর’ বলেও অভিহিত করেছেন তিনি।
অন্যদিকে, ট্রাম্পের ঠিক বিপরীতে অবস্থান মুক্ত বাজারের সমর্থক ট্রুডোর। নিজের দেশের অর্থনীতির জন্য তিনি এখনও নাফটার গুরুত্ব সম্পর্কেই কথা বলছেন।
আবার, অভিবাসন ইস্যুতেও ট্রাম্পের বিপরীতে অবস্থান ট্রুডোর। ট্রাম্প যেখানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের অভিবাসীদের প্রবেশ বন্ধ করার চেষ্টা করছেন, সেখানে ট্রুডো কানাডায় শরণার্থীদের আশ্রয় দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। যদিও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত অবস্থান সম্পর্কে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ট্রুডো।
এসব পার্থক্য সত্ত্বেও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে তেল বহনকারী কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্প নিয়ে ঐকমত্য দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রী। সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই প্রকল্প বন্ধ রাখলেও ট্রাম্প তা শুরুর জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন।
প্রসঙ্গত, ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণের পর ট্রুডো তৃতীয় কোনও প্রধানমন্ত্রী হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন। এর আগে জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে মার্কিন সফর করেছেন।

আরও পড়ুন-

শরণার্থীদের কেউ কেউ নিশ্চিতভাবেই সন্ত্রাসী: বাশার আল আসাদ

ভেনেজুয়েলায় ১৩০ দেশের ভিসাবিহীন প্রবেশাধিকার, সুযোগ নিচ্ছে জঙ্গিরাও

/টিআর/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ