X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট চুক্তি নিয়ে নতুন ভোটাভুটি নাকচ করলেন ব্রিটিশ স্পিকার

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৯, ০৩:৪৬আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৩:৪৭

খসড়া ব্রেক্সিট চুক্তির ওপর নতুন করে ভোটাভুটি আয়োজন করতে সরকারের একটি অনুরোধ বাতিল করে দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার জন বার্কো। গত শনিবার ওই খসড়া চুক্তিটি পার্লামেন্টে উপস্থাপন করা হলে ভোটাভুটিতে তা পেছানোর পক্ষে রায় দেন আইনপ্রণেতারা। সোমবার নতুন করে ওই চুক্তির ওপর হ্যা-না ভোট আয়োজনের আবেদন জানায় সরকার। তবে স্পিকার তা বাতিল করে দেন স্পিকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্পিকারের এই সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার জন বার্কো

ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে চলতি বছরের গত মে মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি সরে দাঁড়ানোর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ব্রেক্সিটপন্থী কনজারভেটিভ নেতা বরিস জনসন। নির্বাচিত হওয়ার পর আগামী ৩১ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। প্রয়োজনে চুক্তিবিহীন ব্রেক্সিটেরও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি। তবে দীর্ঘ আলোচনা আর নানা নাটকীয়তার পর গত ১৭ অক্টোবর চুক্তির ব্যাপারে ইইউ-এর সঙ্গে সমঝোতায় পৌঁছায় বরিস জনসনের সরকার। গত শনিবার ব্রেক্সিট বাস্তবায়ন পেছানোর পক্ষে রায় দেন ব্রিটিশ পার্লামেন্ট।

সোমবার খসড়া ওই চুক্তিটি নিয়ে নতুন ভোটাভুটির আবেদন জানায় জনসন সরকার। তবে স্পিকার জন বার্কো বলেন, পুনরায় এটি নিয়ে ভোটাভুটি হবে পুনরাবৃত্তিমূলক ও অস্বাভাবিক।

স্পিকারের সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছে ব্রিটিশ সরকার। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘ব্রিটিশ জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটানোর একটি সুযোগ আবারও বাতিল করে দিলেন  স্পিকার’। তবে চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রবর্তনের কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানান ওই মুখপাত্র।



/জেজে/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে