X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

কাশ্মির ইস্যুতে জাতিসংঘের মধ্যস্থতা চান ইমরান খান

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, ১৭:৩৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৮:৩৬

ভারত অধিকৃত কাশ্মির ইস্যুতে জাতিসংঘের উদ্যোগ চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার সকালে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি কাশ্মির ইস্যুতে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। কাশ্মির ইস্যুতে জাতিসংঘের মধ্যস্থতা চান ইমরান খান
ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইমরান খান। তিনি বলেন, তার সবচেয়ে বড় ভয় হচ্ছে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিদ্যমান বিক্ষোভ নিয়ে।

আশঙ্কা করা হচ্ছে, এই বিক্ষোভের জবাবে মুসলমানদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে দিল্লি। ইতোমধ্যেই ওই আইনের বিরুদ্ধে জমায়েত ও বিক্ষোভকেন্দ্রিক সহিংসতার জন্য মুসলমানদের দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ঝাড়খণ্ডে এক নির্বাচনি জনসভায় তিনি বলেছেন, ‘আগুন কারা লাগাচ্ছে, সেটা তাদের পোশাক (পাঞ্জাবি-টুপি) দেখলেই চেনা যায়।’ যদিও বাস্তব চিত্র ভিন্ন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে টুপি পরে ট্রেনে পাথর ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীসহ ছয়জনকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এমনকি দিল্লিতে বিক্ষোভকারীদের ফাঁসাতে খোদ পুলিশই বাসে আগুন দিয়েছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

ভারতে বিক্ষোভ পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে সেখান থেকে দৃষ্টি ফেরাতে দিল্লি কী পদক্ষেপ নেয় তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন ইমরান খান। এমন পরিস্থিতিতে উত্তেজনা নিরসনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি নিয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শান্তি প্রক্রিয়া নিয়েও কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ওয়াশিংটনকে সেখানে সমঝোতা ও শান্তি পরিকল্পনার পথে হাঁটা উচিত।

এদিন ইরান পরিস্থিতি নিয়েও কথা বলেন ইমরান খান। জানান, তিনি ট্রাম্পকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লে তা দুনিয়াজুড়ে বিপর্যয় তৈরি করবে। তবে ট্রাম্প তার এ কথার কোনও জবাব দেননি। সূত্র : আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
সর্বশেষ খবর
সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৫
সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৫
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
পুলিশের হামলার প্রতিবাদে পটিয়া থানার সামনে ‘ব্লকেড’ কর্মসূচি
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!