X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

চার অস্ট্রেলীয় প্রতিষ্ঠান থেকে মাংস আমদানিতে নিষেধাজ্ঞা চীনের

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২০, ১০:৪৯আপডেট : ১৩ মে ২০২০, ১১:০২

অস্ট্রেলিয়ার চার বৃহৎ প্রতিষ্ঠান থেকে গরুর মাংস আমদানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক তদন্ত দাবির মধ্যেই মঙ্গলবার এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। চার অস্ট্রেলীয় প্রতিষ্ঠান থেকে মাংস আমদানিতে নিষেধাজ্ঞা চীনের

১৩ মে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাদমাধ্যম বিবিসি।

রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাস উৎপত্তির তদন্ত নিয়ে বিবাদের জেরে ইতোমধ্যেই দুই দেশের প্রধান প্রধান কৃষি পণ্যের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে।

২০২০ সালের এপ্রিলে করোনাভাইরাসের উৎপত্তির বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানায় অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিসে পেইনে বলেন, ‘করোনাভাইরাসের ব্যাপারে চীনের স্বচ্ছতা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে। এটি খুব উচ্চ পর্যায়ের। যে ঘটনাগুলো ঘটেছে, তা স্বাধীনভাবে পর্যালোচনা করা দরকার। আমি মনে এটা করা গুরুত্বপূর্ণ। এর জোরালো তদন্ত চায় অস্ট্রেলিয়া।’

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন। দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে, অস্ট্রেলিয়ার এমন দাবির ফলে অসি পণ্য বর্জন করতে পারে চীনা গ্রাহকরা। এর কয়েক দিনের মাথায় অস্ট্রেলিয়া থেকে বার্লি আমদানিতে ৮০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করে বেইজিং।

বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন। ক্যানবেরা-র মোট রফতানি  বাণিজ্যের এক তৃতীয়াংশেরও বেশি সামগ্রীর ক্রেতা বেইজিং। ফলে শুরুতেই অসি পণ্য বর্জনের হুমকি চীনের ‘অর্থনৈতিক জবরদস্তি’ হিসেবে বিবেচিত হয়েছিল। দৃশ্যত এখন সে পথেই হাঁটছে বেইজিং।

মঙ্গলবার যে চার প্রতিষ্ঠান থেকে গরুর মাংস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো অস্ট্রেলিয়ায় এ খাতের সবচেয়ে বড় উৎপাদক। চীনের দাবি, প্রতিষ্ঠানগুলোর পণ্যে লাগানো স্টিকার বা লেবেলে ত্রুটি রয়েছে। দুই দেশই দাবি করেছে, চীনের সিদ্ধান্ত ‘রাজনৈতিক প্রতিশোধমূলক’ নয়। তবে বেইজিং-এর পদক্ষেপকে ‘হতাশাজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী সাইমন বার্মিংহাম।

অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, এই মাংস প্রক্রিয়াজাতকরণ খাতের সঙ্গে হাজার হাজার চাকরি জড়িত। গরু বিক্রির জন্য বহু কৃষকও এই প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভর করে থাকে। সূত্র: বিবিসি, রয়টার্স।

 

/এমপি/
সম্পর্কিত
পালসার ও হিলিয়াম নক্ষত্রের বিরল যুগল ব্যবস্থা শনাক্ত করেছেন চীনা বিজ্ঞানীরা
ভারতে প্রবল বৃষ্টিতে একাধিক বড় শহরে দুর্ভোগ
ট্রাম্পের ছায়ায় যুদ্ধবিরতি হলেও চীনের সঙ্গে বন্ধন পুনঃনিশ্চিত করলো পাকিস্তান
সর্বশেষ খবর
বালিকা বিভাগে চ্যাম্পিয়ন সেনাবাহিনী
বালিকা বিভাগে চ্যাম্পিয়ন সেনাবাহিনী
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু: পুলিশ বলছে চুরি, পরিবারের দাবি হত্যা
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু: পুলিশ বলছে চুরি, পরিবারের দাবি হত্যা
চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ম্যাচ ড্র
চট্টগ্রামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ম্যাচ ড্র
পদত্যাগ করা হবে ড. ইউনূসের ব্যর্থতা, আত্মঘাতী সিদ্ধান্ত: ফরহাদ মজহার
পদত্যাগ করা হবে ড. ইউনূসের ব্যর্থতা, আত্মঘাতী সিদ্ধান্ত: ফরহাদ মজহার
সর্বাধিক পঠিত
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত