X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

টুইটারে প্রণবের প্রকৃত অবস্থা জানালেন ছেলে অভিজিৎ

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০২০, ১১:০০আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১২:২৫
image

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সবশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। বুধবার দেওয়া এক টু্‌ইটার পোস্টে তিনি বলেছেন, তার বাবার অবস্থা স্থিতিশীল (হেমোডায়নামিক্যালি স্ট্যাবল)। বৃহস্পতিবার আরেক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তার বাবাকে নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।

টুইটারে প্রণবের প্রকৃত অবস্থা জানালেন ছেলে অভিজিৎ

প্রসঙ্গত, শরীরের মধ্যে মূলত হৃদযন্ত্রে রক্ত চলাচল স্বাভাবিক থাকলে, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হেমোডায়নামিক্যালি স্ট্যাবল বলা হয়।

১০ আগস্ট প্রণব মুখোপাধ্যায় দিল্লি ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি হন। তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।  বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। 

বুধবার একটি টুইটার পোস্টে প্রণবের ছেলে কংগ্রেস নেতা অভিজিৎ লিখেছেন, ‘আপনাদের সবার প্রার্থনায়, আমার বাবা হেমোডায়নামিক্যালি স্ট্যাবল আছেন। তার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করুন।’ একইদিনে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থা এখনও সংকটজনক। আপাতত তিনি ভেন্টিলেটরে আছেন। তবে হেমোডায়নামিক্যালি স্ট্যাবল রয়েছেন তিনি।’ তা সত্ত্বেও ভারতের এই সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার টুইটারে অভিজিৎ লিখেছেন, ‘আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় এখনও বেঁচে আছেন এবং তার অবস্থা হেমোডায়নামিক্যালি স্ট্যাবল।’ তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিখ্যাত সাংবাদিকরা গুজব ও ভুয়া সংবাদ ছড়াচ্ছেন। ভারতের মিডিয়া যে ভুয়া সংবাদের কারখানা হয়ে গেছে এসব আচরণ সেটাই প্রমাণ করে। 

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ