X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

করোনা বিধিনিষেধের প্রতিবাদে ইউরোপে হাজার হাজার মানুষের বিক্ষোভ

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২০, ১২:৪৭আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১২:৫২

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি বিধিনিষেধের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে অংশ নেয় উগ্র ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী হাজার হাজার মানুষ। এর মধ্যে কোনও কোনও বিক্ষোভ থেকে করোনাভাইরাসকে একটি প্রতারণা বা ভাওতাবাজি হিসেবে আখ্যায়িত করা হয়। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। করোনা বিধিনিষেধের প্রতিবাদে ইউরোপে হাজার হাজার মানুষের বিক্ষোভ

কিছু কর্মসূচি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জার্মানির বিক্ষোভে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মি. ট্রাম্প, প্লিজ ডোন্ট ফরগেট দ্য জার্মান প্যাট্রিয়টস।’ অর্থাৎ, ‘হে ট্রাম্প, দেশপ্রেমিক জার্মানদের ভুলে যেও না।’

জার্মানিতে এ কর্মসূচিতে অংশ নিয়েছে প্রায় ৩৮ হাজার মানুষ। স্বভাবতই সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও বালাই ছিল না। রাজধানী বার্লিনে বিক্ষোভ থেকে ৩০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে শুধু একটি বিক্ষোভ থেকেই পাথর ও বোতল ছুড়ে মারার দায়ে ২০০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া আহত হয় সাত পুলিশ সদস্য।

টুইটারে দেওয়া এক পোস্টে জার্মান পুলিশ জানিয়েছে, দুর্ভাগ্যজনকভাবে তাদের কাছে এর কোনও বিকল্প ছিল না। করোনা বিধিনিষেধের প্রতিবাদে ইউরোপে হাজার হাজার মানুষের বিক্ষোভ

গ্রেফতারকৃতদের মধ্যে ষড়যন্ত্র তাত্ত্বিক হিসেবে পরিচিত লেখক আটটিলা হিলডম্যানও রয়েছে। বিক্ষোভকারীদের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তিনি।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ৫-জি ও করোনা বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ।

করোনা বিধিনিষেধের প্রতিবাদে ইউরোপে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ব্রিটিশ বিক্ষোভকারীরা মাস্ক পরাকে মানুষের মুখ বন্ধ রাখার কৌশল হিসেবে আখ্যায়িত করে। করোনা পরিস্থিতিতে বিদ্যমান ‘নিউ নরমাল’কে আখ্যায়িত করা হয় ‘নিউ ফ্যাসিজম’ হিসেবে।

/এমপি/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
পটুয়াখালীর খালে ভাসছে ‘টর্পেডো’সদৃশ বস্তু, স্থানীয়দের মাঝে আতঙ্ক 
পটুয়াখালীর খালে ভাসছে ‘টর্পেডো’সদৃশ বস্তু, স্থানীয়দের মাঝে আতঙ্ক 
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান
হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
হাওরে ভারী বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
‘জেসিকে দেখে কর্মকর্তারা নাখোশ ছিল, ক্রিকেটারদের কোনও সম্পৃক্ততা নেই’
‘জেসিকে দেখে কর্মকর্তারা নাখোশ ছিল, ক্রিকেটারদের কোনও সম্পৃক্ততা নেই’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে