X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কানাডাকে ভারতের হুঁশিয়ারি, রাষ্ট্রদূতকে তলব

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২০, ১৮:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৩:৩৫
image

দিল্লির কৃষক বিক্ষোভ নিয়ে জাস্টিন ট্রুডোর মন্তব্যের জেরে কানাডীয় রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। শুক্রবার তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্যের আনুষ্ঠানিক নিন্দা জানানো হয়েছে। এছাড়া এ ধরনের কর্মকাণ্ড দ্বিপাক্ষিক সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে বলেও সতর্ক করা হয় তাকে। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাস্টিন ট্রুডোর মন্তব্যের আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে ভারত

প্রথম কোনও বিশ্বনেতা হিসেবে ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত মঙ্গলবার গুরু নানকের জন্মবার্ষিকী সংক্রান্ত এক অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষায় সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তাৎক্ষণিকভাবে তার ওই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় ভারত।

শুক্রবার দিল্লিতে নিযুক্ত কানাডীয় হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এক বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় কৃষকদের নিয়ে কানাডার নেতার মন্তব্য আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ বলে প্রতীয়মান হয়েছে। এ ধরনের পদক্ষেপ যদি চলতে থাকে তাহলে তা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।’

উল্লেখ্য, কানাডার জনগোষ্ঠীর বড় একটি অংশ ভারতীয় বংশোদ্ভূত এবং শিখ ধর্মের অনুসারী। দেশটির মূলধারার রাজনীতিতেও তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কৃষিনীতির বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয় কৃষকরা কার্যত দিল্লি ঘিরে ফেলেছে। পুলিশের অবরোধ, লাঠি, কাঁদানে গ্যাস, জলকামান অগ্রাহ্য করে তারা দিল্লির সীমান্তে চলে এসেছে। দাবি আদায় করতে দীর্ঘমেয়াদে বিক্ষোভের প্রস্তুতি নিয়ে এসেছেন এসব লাখ লাখ কৃষক। তারা বলছেন, এই কৃষিনীতি তাদের করপোরেট দাসে রূপান্তরিত করবে।

আরও পড়ুন: কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ ট্রুডোর, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন: সেলিম মাহমুদ
শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন: সেলিম মাহমুদ
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কারা দেশ চালাবে তা দেশের মানুষ নির্ধারণ করবে: সাইফুল হক
কারা দেশ চালাবে তা দেশের মানুষ নির্ধারণ করবে: সাইফুল হক
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের