X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ২০:০৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২০:০৬

ফিলিস্তিনের বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ১৫ বছরেরও বেশি সময় পর দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ নির্বাচনের ঘোষণা দিলেন। এ সংক্রান্ত একটি আদেশেও স্বাক্ষর করেছেন তিনি।

ঘোষণা অনুযায়ী, আগামী ২২ মে পার্লামেন্ট নির্বাচন এবং ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (৮৫) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল কর্তৃক দখলকৃত পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে দখলকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ইসরায়েল নির্বাচনি কার্যক্রম চালানোর সুযোগ দেবে কি না, এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এবারের নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে মাহমুদ আব্বাস বা তার দল ফাতাহ-র পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ২০২০ সালে ফিলিস্তিন সেন্টার ফর পলিসি অ্যান্ড রিসার্চ-এর জরিপে দেখা গেছে, নির্বাচন হলে হামাস নেতা ইসমাঈল হানিয়ার কাছে পরাজিত হবেন বর্তমান প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের তুমুল প্রতিরোধের মুখে ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ হারায় পশ্চিমা সমর্থিত রাজনৈতিক দল ফাতাহ। তবে ২০১৭ সালের সেপ্টেম্বরে মিসরের হস্তক্ষেপে ফাতাহ সমর্থিত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে একটি চুক্তিতে রাজি হয় হামাস। মূলত গাজা উপত্যকায় ইসরায়েল ও মিসরের অব্যাহত অবরোধ, ফাতাহ সরকারের তৈরি বিদ্যুৎ সংকট এবং গাজার সরকারি কর্মকর্তাদের বেতন না দেওয়ায় কিছুটা দুর্বল হয়ে পড়েছে হামাস। এমন পরিস্থিতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ দলটিকে পশ্চিমা সমর্থিত ফাতাহ-র সঙ্গে চুক্তিতে উপনীত হতে বাধ্য করে। ওই চুক্তির ধারাবাহিকতায় ১৫ বছর পর নির্বাচনের ঘোষণা দিলেন মাহমুদ আব্বাস।

/এমপি/
সম্পর্কিত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই: হানিফ
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
বিরোধ উপাচার্যের সঙ্গে শিক্ষকদের: আমরা কেন হল ছাড়বো, প্রশ্ন শিক্ষার্থীদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের প্রতিবাদবিরোধ উপাচার্যের সঙ্গে শিক্ষকদের: আমরা কেন হল ছাড়বো, প্রশ্ন শিক্ষার্থীদের
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’