X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

আকর্ষণ বাড়ায় ফেস মাস্ক: গবেষণা

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ১৩:০৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৩:২৭

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুখে মাস্ক ব্যবহারে অনেকেরই অস্বস্তি রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এক গবেষণায় দেখা গেছে, ফেস মাস্ক ব্যবহারে মানুষকে আরও আকর্ষণীয় দেখায়। ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, নারী ও পুরুষ উভয়ই মুখের নিচ পর্যন্ত মাস্ক পরার ফলে তাদেরকে আরও আকর্ষণীয় করে তোলে।

গবেষণায় বলা হয়েছে, মেডিক্যাল মাস্ক দ্বারা ঢেকে রাখলে চেহারা আকর্ষণীয় দেখায়। এর কারণ হতে পারে, স্বাস্থ্যকর্মীদেরকে আমরা নীল মাস্ক পরা দেখে অভ্যস্ত। এখন সাধারণ মানুষ কিংবা চিকিৎসা পেশায় ব্যবহার করা হচ্ছে মাস্ক। আমরা যখন অসুস্থ অনুভব করতে পারছি তখন মাস্ক পরায় মনোযোগী হতে পারি। এ বিষয়ে আরও ইতিবাচক হওয়া প্রয়োজন।

সংবামাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসেছে, গবেষণাটি করা হয়েছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে। সেই সময় দেখা যায় ব্রিটেনের উল্লেখযোগ্য মানুষ মাস্ক পরায় অভ্যস্ত হয়ে উঠেন।

গবেষণায় ৪৩ জন নারীকে মাস্ক পড়া কয়েকজন পুরুষের ছবিকে মূল্যায়ন করতে বলা হয়েছিল। যার মধ্যে মাস্ক ছাড়া পুরুষের ছবি, সাধারণ কাপড়ের মাস্ক পরা, ব্লু মেডিক্যাল মাস্ক এবং সাধারণ কালো মাস্ক পরা ছিল। সেখানে একটি সাধারণ সার্জিক্যাল মাস্ক পরিধানকারীকে সবচেয়ে ভালো দেখায় বলে গবেষণায় এসেছে।

গবেষক লুইস বলেন, মাস্কে আকর্ষণীয় করে তোলার একটি কারণ হতে পারে সরাসরি চোখের দিকে মনোযোগ যাওয়া। অন্যান্য গবেষণা টেনে তিনি আরও বলেন, মুখের ডান অথবা বাঁ পাশের অর্ধেক ঢেকে রাখা মানুষকে আকর্ষণীয় দেখায়।

তার মতে, মহামারির ফলে মানুষের মধ্যে মনাস্তাত্বিক পরিবর্তন ঘটেছে। যখন কেউকে মাস্ক পরা অবস্থায় দেখি তখন আমরা ভাবি না যে তিনি রোগে আক্রান্ত এবং তার থেকে দূরে থাকা প্রয়োজন রয়েছে।

প্রথম গবেষণার ফলাফল কগনিটিভ রিসার্চ: প্রিন্সিপাল অ্যান্ড ইমপ্লিকেশনস জার্নালে প্রকাশিত হয়। পরবর্তীতে দ্বিতীয় একটি গবেষণাও করা হয়। যেখানে মাস্ক পরা নারীদেরকে পর্যবেক্ষণ করে একদল পুরুষ । যদিও এর ফলাফল এখনও প্রকাশ করা হয়নি।

/এলকে/
সম্পর্কিত
করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি
বাদুড়ের দেহে নতুন ধরনের করোনা
কোভিড আক্রান্ত হয়ে প্রচারণায় বিরতি, নতুন চাপে বাইডেন
সর্বশেষ খবর
জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনও টালবাহানা সহ্য করা হবে না: মামুনুল হক
জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনও টালবাহানা সহ্য করা হবে না: মামুনুল হক
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
সরকারের সঙ্গে বৈঠকে হাসনাতসহ শীর্ষ নেতারা, সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগের আন্দোলনকারীরা
সরকারের সঙ্গে বৈঠকে হাসনাতসহ শীর্ষ নেতারা, সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগের আন্দোলনকারীরা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’