X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

হার্ভার্ড যাচ্ছেন নিউ জিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩, ০২:১২আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০২:১৭

প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চলেছেন নিউ জিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। হার্ভার্ডের স্কুল অব পলিসি অ্যান্ড গভর্নমেন্ট বিষয়টি এক সেমিস্টারের জন্য পড়াবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে নিজের নতুন এই দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেছেন জেসিন্ডা।

হার্ভার্ডের দ্বৈত ফেলোশিপে নিয়োগপ্রাপ্ত হয়েছেন জেসিন্ডা। বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, সেখানে ‘অ্যাঞ্জেলোপোলোস গ্লোবাল পাবলিক লিডারস ফেলো’ ও ‘সেন্টার ফর পাবলিক লিডারশিপ’ এর হাউজার লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির ল’ স্কুলের বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড স্যোসাইটি’তে অনলাইনের চরমপন্থী কন্টেন্ট নিয়ে পড়াশোনা করবেন তিনি। বুধবারের (২৬ এপ্রিল) পোস্টে জেসিন্ডা জানান, সেখানে তিনি বক্তৃতা দেবেন, শিখবেন ও শেখাবেন।

জেসিন্ডা বলেন, ‘একজন ফেলো হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এর মাধ্যমে নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি নতুন কিছু শেখার সুযোগ পাবো।’

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনকালীন সময়ে হার্ভার্ডে থাকতে হচ্ছে জেসিন্ডাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘শুধু একটি সেমিস্টারের জন্যই সেখানে যাচ্ছি। সেমিস্টার শেষ করেই দেশে ফিরে আসবো। সর্বোপরি আমি নিউজিল্যান্ডেরই বাসিন্দা।’

২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন জেসিন্ডা। এর মাধ্যমে বিশ্বের সর্বকনিষ্ঠ নেত্রী হন তিনি। তবে চলতি বছরের শুরুতেই স্বেচ্ছায় পদত্যাগ করেন জেসিন্ডা।

সূত্র: সিএনএন

 

/এটি/ /এসপি/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক