X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

হার্ভার্ড যাচ্ছেন নিউ জিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩, ০২:১২আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০২:১৭

প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চলেছেন নিউ জিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। হার্ভার্ডের স্কুল অব পলিসি অ্যান্ড গভর্নমেন্ট বিষয়টি এক সেমিস্টারের জন্য পড়াবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এক পোস্টে নিজের নতুন এই দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেছেন জেসিন্ডা।

হার্ভার্ডের দ্বৈত ফেলোশিপে নিয়োগপ্রাপ্ত হয়েছেন জেসিন্ডা। বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, সেখানে ‘অ্যাঞ্জেলোপোলোস গ্লোবাল পাবলিক লিডারস ফেলো’ ও ‘সেন্টার ফর পাবলিক লিডারশিপ’ এর হাউজার লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির ল’ স্কুলের বার্কম্যান ক্লেইন সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড স্যোসাইটি’তে অনলাইনের চরমপন্থী কন্টেন্ট নিয়ে পড়াশোনা করবেন তিনি। বুধবারের (২৬ এপ্রিল) পোস্টে জেসিন্ডা জানান, সেখানে তিনি বক্তৃতা দেবেন, শিখবেন ও শেখাবেন।

জেসিন্ডা বলেন, ‘একজন ফেলো হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এর মাধ্যমে নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি নতুন কিছু শেখার সুযোগ পাবো।’

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনকালীন সময়ে হার্ভার্ডে থাকতে হচ্ছে জেসিন্ডাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘শুধু একটি সেমিস্টারের জন্যই সেখানে যাচ্ছি। সেমিস্টার শেষ করেই দেশে ফিরে আসবো। সর্বোপরি আমি নিউজিল্যান্ডেরই বাসিন্দা।’

২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন জেসিন্ডা। এর মাধ্যমে বিশ্বের সর্বকনিষ্ঠ নেত্রী হন তিনি। তবে চলতি বছরের শুরুতেই স্বেচ্ছায় পদত্যাগ করেন জেসিন্ডা।

সূত্র: সিএনএন

 

/এটি/ /এসপি/
সম্পর্কিত
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
পাকিস্তানে বৃষ্টিতে মৃত্যু ২২
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে