X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আমরা মধ্যপ্রাচ্যে অতল গহ্বরের দ্বারপ্রান্তে: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ০৪:০০আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৪:৪৩

জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যে অতল গহ্বরের দ্বারপ্রান্তে। হামাসকে কোনও শর্ত ছাড়াই জিম্মিদের মুক্তি দিতে এবং ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তার জন্য দ্রুত ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার দেওয়ার জন্য তিনি দুটি আবেদন করেছেন। এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সংস্থার এই প্রধান বলেন, গাজায় পানি, বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ শেষের দিকে। জাতিসংঘের কাছে খাদ্য, পানি, খাদ্যবহির্ভূত জিনিসপত্র, চিকিৎসা সরবরাহ ও জ্বালানির মজুত রয়েছে। এই পণ্যগুলো কয়েক ঘণ্টার মধ্যে পাঠানো যেতে পারে।

অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ করে দেবে ইসরায়েল ছবি: সংগৃহীত

আন্তনিও গুতেরেস আরও বলেন, স্থল পর্যায়ে থাকা আমাদের নিঃস্বার্থ কর্মীদের এবং এনজিও অংশীদারদের এসব পণ্য নিরাপদে গাজায় সরবরাহ করতে হবে এবং কোনও বাধা ছাড়াই।

তিনি বলেন, এই দুটি উদ্দেশ্যের তাদের নিজেদের মধ্যে জরুরি। তাই এ নিয়ে দুপক্ষের দর-কষাকষি করা উচিত নয়।

এর আগে বিবিসি জানিয়েছে, গাজা উপত্যকায় ‘সম্পূর্ণ অবরোধ’ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। অর্থাৎ কোনও খাবার, জ্বালানি বা কোনও পণ্য ঢুকতে পারবে না অবরুদ্ধ অঞ্চলটিতে।

ছবি: সংগৃহীত

তিনি আরও জানান, অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ করে দেবে ইসরায়েল। পাশাপাশি প্রবেশ করতে দেওয়া হবে না খাদ্য ও জ্বালানিসহ যেকোনও পণ্য।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি। আহত হয়েছেন তিন হাজার ৪০০ জন। অপরদিকে ইসরায়েলের বোমা হামলায় দুই হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এনএআর/
সম্পর্কিত
পুতিন-জেলেনস্কির সঙ্গে সোমবার কথা বলবেন ট্রাম্প
সমঝোতা হলে জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক হতে পারে: রাশিয়া
দক্ষিণ কোরিয়ায় টায়ার কারখানায় ভয়াবহ আগুন, উৎপাদন বন্ধ
সর্বশেষ খবর
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা
রাজস্ব সংস্কারের শুরুতেই হোঁচট, বাড়ছে অনিশ্চয়তা
রাজস্ব সংস্কারের শুরুতেই হোঁচট, বাড়ছে অনিশ্চয়তা
পুতিন-জেলেনস্কির সঙ্গে সোমবার কথা বলবেন ট্রাম্প
পুতিন-জেলেনস্কির সঙ্গে সোমবার কথা বলবেন ট্রাম্প
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার